মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫ ।। ১৯ কার্তিক ১৪৩২ ।। ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৭


ইরানের সমর্থনে বাগদাদের রাস্তায় বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

প্রতিবেশী দেশ ইরাকের রাজধানী বাগদাদে ইরানের প্রতি সমর্থন জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভকারীরা ইসরায়েলের পতাকা আগুনে পুড়িয়ে এবং ইসরায়েলি হামলায় নিহত ইরানি সামরিক কমান্ডারদের ছবি প্রদর্শনের মাধ্যমে প্রতিবাদ জানান।

মঙ্গলবার (১৭ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

গত সপ্তাহে ইসরায়েলের আকস্মিক হামলায় ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনাগুলো লক্ষ্যবস্তুতে পরিণত হয়। এতে দেশটির কয়েকজন শীর্ষ কর্মকর্তা ও বিজ্ঞানী নিহত হন। এই হামলার পর মধ্যপ্রাচ্যে নতুন করে সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা দেখা দিয়েছে।

এ প্রেক্ষাপটে ইরান-সমর্থিত ইরাকি গোষ্ঠীগুলোর সক্রিয় হয়ে ওঠার সম্ভাবনা নিয়েও উদ্বেগ বাড়ছে। এসব গোষ্ঠী দীর্ঘদিন ধরেই ইরাকে অবস্থানরত মার্কিন সেনাদের প্রত্যাহারের দাবি জানিয়ে আসছে।

ইসরায়েলের হামলার পর পাল্টা জবাব দিয়েছে তেহরান। ইরান-ইসরায়েলের মধ্যে টানা পাঁচদিন ধরে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ