জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানে সভাপতি মাওলানা ফজলুর রহমান কাশ্মিরে হামলা ইস্যুতে ভারতের কড়া সমালোচনা করেছেন। তিনি বলেছেন, ভারত তাদের নিরাপত্তা ব্যর্থতার দায় পাকিস্তানের ওপর চাপাতে চাচ্ছে।
বুধবার (৩০ এপ্রিল) পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ব্রিটিশ হাইকমিশনার জেন মেরিট মাওলানা ফজলুর রহমানের বাসভবনে সাক্ষাৎ করতে এলে তিনি এই কথা বলেন। এই বৈঠকে আন্তর্জাতিক ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।
এই বৈঠকে মাওলানা আসজাদ মাহমুদ, মুফতি ইবরার ও তারিকও উপস্থিত ছিলেন। আলোচনায় সাম্প্রতিক পাকিস্তান-ভারত উত্তেজনা এবং এই অঞ্চলে শান্তির বিষয়ে কথাবার্তা হয়।
মাওলানা ফজলুর রহমান বলেন, ভারতের আচরণ দায়িত্বজ্ঞানহীন। দিল্লি নিজের নিরাপত্তা ব্যর্থতার দায় ইসলামাবাদের ওপর চাপাচ্ছে।
জমিয়ত সভাপতি বলেন, নরেন্দ্র মোদি তার রাজনৈতিক অবস্থান রক্ষার জন্য দুই দেশের জনগণকে যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছেন।
মাওলানা ফজলুর রহমান আহ্বান জানান, ব্রিটেন ও আন্তর্জাতিক সম্প্রদায় যেন এই বিষয়ে তাদের দায়িত্ব পালন করে। তিনি বলেন, দেশের প্রতিরক্ষার প্রশ্নে সরকার ও বিরোধী দল একসঙ্গে আছে, আর জাতি ঐক্যবদ্ধভাবে মোদি সরকারের মোকাবিলা করবে।
সূত্র: উর্দু দৈনিক জং
এনএইচ/