মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ।। ১৫ বৈশাখ ১৪৩২ ।। ১ জিলকদ ১৪৪৬


রমজানে গাজার মুসলমানদের জন্য বিশেষ দোয়ার আহবান মুফতি ইকবাল কাসেমির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

রমজানে গাজার মুসলমানদের জন্য বিশেষ দোয়ার আহবান জানিয়েছেন অল ইন্ডিয়া ইসলামিক একাডেমির সভাপতি মুফতি ইকবাল আহমদ কাসেমি।

তিনি বলেন, রমজানে আমাদের পরিবার নিয়ে আমরা কোমল পানীয় এবং সুস্বাদু খাবার খাচ্ছি।

অন্যদিকে পবিত্র রমজান মাসেও ফিলিস্তিনের গাজার মুসলমানেরা দখলদার ইসরায়েলের বোমার আঘাতে ক্ষত বিক্ষত হচ্ছে।

তিনি আরো বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এ মাসকে শোক ও সমবেদনার মাস হিসেবে ঘোষণা করেছেন। অতএব, আমাদের আশেপাশে যারা দরিদ্র আছ, তাদের  প্রতি খেয়াল রাখা এবং তাদের পরিবারের সদস্যদের সহায়তা করা আমাদের কর্তব্য ।

এছাড়া বিশ্বের অন্যান্য নির্যাতিত মুসলমানদের কোন কিছু করতে না পারলেও অন্তত দোয়ায় তাদের শামিল রাখার আহ্বানও জানান তিনি।

সূত্র: মুম্বাই উর্দূ নিউজ

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ