একটি আন্তর্জাতিক সংস্থার আমন্ত্রণে "উম্মাহ দরদী কনফারেন্স"-এ অংশগ্রহণের লক্ষ্যে তুরস্কের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন হাফেজ্জী হুজুর রহ. সেবা ফাউন্ডেশনের প্রতিনিধি দল।
এই প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন ফাউন্ডেশনের সভাপতি, বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা মুহাম্মদ রজীবুল হক। তাঁর সাথে রয়েছেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মাওলানা কাউসার আহমদ সোহাইল, জামিয়া ইসলামিয়া লালমাটিয়া মোহাম্মদপুরের মুহাদ্দিস মাওলানা মাসরুরুল হক, ফাউন্ডেশনের উপদেষ্টা মুহাম্মদ আব্দুল্লাহ, সদস্য মাওলানা নাজমুল হুদা এবং সদস্য আব্দুল্লাহ আল আমীন।
মাওলানা রজীবুল হক বলেন, ছয় সদস্যের এ মোবারক কাফেলার নগণ্য এক সাথী হিসেবে ইসলামী খেলাফতের গৌরবময় স্মৃতিবিজড়িত প্রিয় দেশ তুরস্কের পথে যাত্রা করেছি।
এই সফর যেন নিরাপদ, কল্যাণময় ও উম্মাহর বৃহত্তর স্বার্থে ফলপ্রসূ হয়—এই কামনায় সবার দোয়া প্রার্থনা করছি।
এনএইচ/