শনিবার, ২৬ এপ্রিল ২০২৫ ।। ১৩ বৈশাখ ১৪৩২ ।। ২৮ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
আজ জমিয়তের কাউন্সিল, কী পরিবর্তন আসছে নেতৃত্বে? মসজিদে নববীর ইমামের পেছনে নামাজ পড়তে মালদ্বীপে মুসল্লিদের ঢল আ.লীগ নিষিদ্ধের কথা বললে সরকার পশ্চিমাদের দোহাই দেয় : সারজিস নারী সংস্কার কমিশন বাতিল না করলে আন্দোলনের দাবানল জ্বলবে: হেফাজত আটপাড়ায় হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত কর্মস্থলে দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণের পরিমাণ বৃদ্ধির সুপারিশ মজলিসে আমেলার বৈঠকে জমিয়ত, রাত পোহালেই কাউন্সিল কাল ঢাকায় ইসলামী আন্দোলনের গণমিছিল, প্রস্তুতি সম্পন্ন ‘রাষ্ট্র কাঠামোর মৌলিক সংস্কার না হলে আবারও ফ্যাসিবাদ মাথাচাড়া দেবে’ মাদরাসা শিক্ষার্থীদের মাঝে হাফেজ্জী হুজুর (রহ.) সেবা ফাউন্ডেশনের কিতাব বিতরণ

অপসংস্কৃতির ফেতনা থেকে মুক্তি পেতে যে দোয়া পড়বেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

মুসলমানরা নানা রকম অনৈসলামিক ফেতনা ফাসাদে জর্জরিত। দুনিয়ার সব ধরনের ফেতনা ফাসাদ ও অনৈসলামিক কার্যকলাপই মুসলিম উম্মাহর জন্য ক্ষতিকর। এ সব ফেতনা ও অনৈসলামিক কর্মকাণ্ড থেকে মুক্ত থাকা এবং আল্লাহ তাআলার নিকট আশ্রয় প্রার্থনা উম্মাতে মুহাম্মাদির জন্য একান্ত আবশ্যকীয় কর্তব্য।

আল্লাহ তাআলা কুরআনুল কারিমের এ বিষয়ে আয়াত নাজিল করে তাঁর নিকট ক্ষমা প্রার্থনার জন্য মুসলিম উম্মাহকে উদ্বুদ্ধ করেছেন। ফেতনা ফাসাদ ও অনৈসলামিক কার্মকাণ্ড থেকে মুক্ত থাকতে কুরআনে আয়াতটি তুলে ধরা হলো-

رَّبَّنَا عَلَيْكَ تَوَكَّلْنَا وَإِلَيْكَ أَنَبْنَا وَإِلَيْكَ الْمَصِيرُ, رَبَّنَا لَا تَجْعَلْنَا فِتْنَةً لِّلَّذِينَ كَفَرُوا وَاغْفِرْ لَنَا رَبَّنَا إِنَّكَ أَنتَ الْعَزِيزُ الْحَكِيمُ

উচ্চারণ : রাব্বানা আ’লাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা আনাবনা ওয়া ইলাইকাল মাছির। রাব্বানা লা তাঝআ’লনা ফিতনাতাল লিল্লাজিনা কাফারু ওয়াগফিরলানা রাব্বানা ইন্নাকা আংতাল আ’যিযুল হাকিম। (সুরা মুমতাহিনা : আয়াত ৪-৫)


অর্থ : ‘হে আমাদের প্রভু! আমরা তোমার ওপরই ভরসা করেছি, তোমার দিকেই মুখ করেছি এবং তোমার দিকেই আমাদের ফিরে যেতে হবে। হে আমাদের প্রভু! তুমি আমাদেরকে কাফেরদের জন্য পরীক্ষার পাত্র করো না। হে আমাদের পালনকর্তা! তুমি আমাদের ক্ষমা কর, নিশ্চয়ই তুমি মহা শক্তিধর ও প্রজ্ঞাময়।’

দুনিয়ার সব অপসংস্কৃতি ও ফেতনা ফাসাদ থেকে মুসলিম উম্মাহর ঈমান-আমল ঠিক রাখা অত্যন্ত কঠিন কাজ। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে তাঁর সাহায্য লাভে উল্লেখিত দোয়া পড়ার তাওফিক দান করুন। দুনিয়ার সব ধরনের অপসংস্কৃতি ও অকল্যাণ থেকে মুক্ত রাখুন। আমিন।


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ