বুধবার, ০৫ নভেম্বর ২০২৫ ।। ১৯ কার্তিক ১৪৩২ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৭


ইরান নির্মাণ করবে আরও আটটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, পাশে রাশিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাশিয়ার সহযোগিতায় নতুন আরও আটটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করতে যাচ্ছে ইরান। দেশটির পারমাণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ এসলামি রবিবার জানান, আটটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে রাশিয়ার সঙ্গে নতুন চুক্তি সই করা হয়েছে।

দেশটির রাষ্ট্রপতি পেজেশকিয়ান আবারও নিশ্চিত করেছেন, এর মাধ্যমে কোনো পারমাণবিক অস্ত্র তৈরি করা হবে না। দেশের পরিচ্ছন্ন ও স্থিতিশীল শক্তি উৎপাদন বৃদ্ধির প্রচেষ্টার অংশ হিসেবে এ কার্যক্রম গ্রহণ করা হয়েছে।  

মোহাম্মদ এসলামি জানান, এই সহযোগিতার আওতায় চারটি বিদ্যুৎকেন্দ্র বুশেহর-এ নির্মিত হবে। অন্য চারটি বিদ্যুৎকেন্দ্র নির্মাণের স্থান পরে ঘোষণা করা হবে। এর উদ্দেশ্য, মাধ্যমে ইরানের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণের জন্য স্থিতিশীল এবং পরিচ্ছন্ন পারমাণবিক শক্তি সরবরাহ নিশ্চিত করা।

এছাড়া দেশটির উত্তর উপকূলের গোলস্তান প্রদেশে একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের প্রকল্প ইতোমধ্যে শুরু হয়েছে বলে জানিয়েছেন এসলামি। রাশিয়ার সহযোগিতায় এই নতুন বিদ্যুৎকেন্দ্রগুলো নির্মিত হলে ইরান ২০ হাজার মেগাওয়াট পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা অর্জন করবে। 

চলতি বছরের জুনে ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল। ১২ দিনব্যাপী যুদ্ধে যোগ দেয় যুক্তরাষ্ট্রও।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, ইরান যদি তার পারমাণবিক আবার চালু করে তবে তিনি নতুন করে হামলার নির্দেশ দেবেন।

সূত্র: তাসনিম নিউজ এজেন্সি, এএনআই

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ