শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ।। ৫ আশ্বিন ১৪৩২ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৭


আরও ১১৬ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফিলিস্তিনের গাজা উপত্যকায় সহায়তা সংগ্রহে আসা ক্ষুধার্ত মানুষের ওপর নির্বিচার গুলি চালিয়ে একদিনে ৩৮ জনসহ গতকাল শনিবার (১৯ জুলাই) পর্যন্ত মোট ১১৬ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী।

রোববার (২০ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিস ও রাফাহ শহরের ত্রাণ বিতরণ কেন্দ্রগুলোর আশপাশে সহায়তার আশায় জড়ো হওয়া বহু ফিলিস্তিনিকে লক্ষ্য করে গুলি চালায় ইসরায়েলি সেনারা। প্রত্যক্ষদর্শীরা জানান, গুলিবর্ষণ ছিল নির্দিষ্ট ও উদ্দেশ্যমূলক—“যেন হত্যাই ছিল মূল লক্ষ্য।”

ইসরায়েলি হামলার মধ্যে গাজার খাদ্য সংকট আরও ভয়াবহ আকার ধারণ করেছে। ৩৫ দিন বয়সী এক নবজাতক অনাহারে মারা যাওয়ার হৃদয়বিদারক ঘটনাও ঘটেছে।

মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস মনিটর জানিয়েছে, গেল ছয় সপ্তাহে ওই সংস্থার পরিচালিত চারটি সহায়তা কেন্দ্রের আশপাশে ইসরায়েলি বাহিনীর হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ৬৭৪ জন ফিলিস্তিনি।

এদিকে, জাতিসংঘ সতর্ক করে বলেছে—গাজায় খাদ্য সরবরাহে কড়াকড়ি আরোপের পর থেকে শিশুদের অপুষ্টি ও মৃত্যু বেড়েছে আশঙ্কাজনক হারে। এখন পর্যন্ত ক্ষুধায় ৬৯ জন শিশু মারা গেছে বলে জানিয়েছে সংস্থাটি।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ