সোমবার, ১২ জানুয়ারি ২০২৬ ।। ২৮ পৌষ ১৪৩২ ।। ২৩ রজব ১৪৪৭

শিরোনাম :
ইসলামি আকিদা ও আদর্শ থেকে সরে যাওয়া জামায়াত-শিবির কখনো ইসলামি দল হতে পারে না: মাগুরায় সিরাত সম্মেলনে বক্তারা প্রার্থিতা ফিরে পেলেন রিকশা প্রতীকের আরও তিন প্রার্থী এলপিজি আমদানি নিয়ে বড় সুখবর দিয়েছে বাংলাদেশ ব্যাংক ইবনে শাইখুল হাদিসের সঙ্গে নাহিদ ইসলামের দুই ঘণ্টার বৈঠক জামায়াত কি ক্ষমতায় যেতে চায়? নতুন জরিপে বিএনপির কাছাকাছি জনপ্রিয়তা জামায়াতের! হাদি হত্যা: চার্জশিটের গ্রহণযোগ্যতা নিয়ে শুনানি বৃহস্পতিবার বিক্ষোভের পর ইরানের পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে, দাবি পররাষ্ট্রমন্ত্রীর স্বতন্ত্র প্রার্থীদের মাঠছাড়া করতে পরিকল্পিত চেষ্টা চলছে: ব্যারিস্টার শাহরিয়ার কবির নিজেদের নির্দোষ দাবি করলেন সালমান এফ রহমান-আনিসুল হক

নেতানিয়াহু ও গ্যালান্টের বিরুদ্ধে আইসিসির মামলা বহাল, বাতিলের আবেদন খারিজ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্টের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) জারি করা গ্রেপ্তারি পরোয়ানা বহাল রেখেছে। ইসরায়েল সরকারের দাখিল করা বাতিলের আবেদন আদালত খারিজ করে দিয়েছে বলে জানিয়েছে শাফাক নিউজ।

আইসিসির এক বিবৃতিতে জানানো হয়, নেতানিয়াহু ও গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বাতিলের পাশাপাশি ফিলিস্তিনি ভূখণ্ডে সংঘটিত কথিত যুদ্ধাপরাধ সংক্রান্ত তদন্ত পুরোপুরি স্থগিত রাখার আবেদন করে ইসরায়েল। তবে আদালত উভয় আবেদনই নাকচ করে দিয়েছে।

বিবৃতিতে আরও জানানো হয়, গাজায় চলমান যুদ্ধ ও তাতে ইসরায়েলের ভূমিকা নিয়ে আইসিসির এখতিয়ার চ্যালেঞ্জ করে যে আপত্তি উত্থাপন করা হয়েছে, তা এখনো বিচারাধীন রয়েছে এবং সংশ্লিষ্ট আইনি পর্যালোচনা অব্যাহত থাকবে।

প্রসঙ্গত, এর আগে আইসিসির প্রসিকিউটর করিম খান গাজা উপত্যকায় ইসরায়েলি অভিযানে সংঘটিত কথিত যুদ্ধাপরাধের অভিযোগে বেনিয়ামিন নেতানিয়াহু এবং ইয়োয়াভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

গাজায় ইসরায়েলের দমন-নিপীড়ন ও সামরিক আগ্রাসনের কারণে বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে। মানবাধিকার সংগঠনগুলো এই আগ্রাসনের নিন্দা জানিয়ে নেতানিয়াহু ও গ্যালান্টকে মানবতাবিরোধী অপরাধের জন্য দায়ী করেছে।

বিশ্লেষকদের মতে, আইসিসির এ সিদ্ধান্তের ফলে ইসরায়েল ও এর নেতৃত্বের ওপর আন্তর্জাতিক চাপ আরও বাড়বে, বিশেষ করে মধ্যপ্রাচ্য অঞ্চলে।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ