সোমবার, ১২ জানুয়ারি ২০২৬ ।। ২৮ পৌষ ১৪৩২ ।। ২৩ রজব ১৪৪৭

শিরোনাম :
জামায়াত কি ক্ষমতায় যেতে চায়? নতুন জরিপে বিএনপির কাছাকাছি জনপ্রিয়তা জামায়াতের! হাদি হত্যা: চার্জশিটের গ্রহণযোগ্যতা নিয়ে শুনানি বৃহস্পতিবার বিক্ষোভের পর ইরানের পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে, দাবি পররাষ্ট্রমন্ত্রীর স্বতন্ত্র প্রার্থীদের মাঠছাড়া করতে পরিকল্পিত চেষ্টা চলছে: ব্যারিস্টার শাহরিয়ার কবির নিজেদের নির্দোষ দাবি করলেন সালমান এফ রহমান-আনিসুল হক ‘মুজিব কোট তুলে রেখেছি, এবার ধানের শীষে ভোট দেব’ ৭ জেলার ২৫ মাদ্রাসার হিফজ বিভাগে পিসবের গিজার ও রুম হিটার বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল বুধবার ভোরের প্রচারে নজর কেড়েছেন ইবনে শাইখুল হাদিস

ইরানের দাবি: ইসরায়েলের F-35 যুদ্ধবিমান ভূপাতিত, ইসরায়েল অস্বীকার করেছে


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

ইরানের সেনাবাহিনী শনিবার জানায়, তারা দেশটির পশ্চিমাঞ্চলে একটি ইসরায়েলি F-35 যুদ্ধবিমান লক্ষ্য করে আঘাত হানে, যার ফলে পাইলট প্যারাশুট ব্যবহার করে বেরিয়ে আসেন। যদিও তার পরিণতি এখনো অনিশ্চিত, এবং ইরানি কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করছে বলে জানিয়েছে।

এর আগে শুক্রবার, ইরানের সেনাবাহিনী দাবি করেছিল যে তাদের বিমান প্রতিরক্ষা বাহিনী দুটি ইসরায়েলি F-35 যুদ্ধবিমান এবং একটি বড় সংখ্যক ড্রোন ধ্বংস করেছে। ইরানি বার্তা সংস্থা ইরনা (IRNA)-র খবরে এই তথ্য জানানো হয়।

অন্যদিকে, একজন ইসরায়েলি কর্মকর্তা—যিনি পরিচয় প্রকাশ করতে চাননি—ফ্রান্স প্রেস (AFP)-কে বলেন, “দুটি ইসরায়েলি যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার যে খবর ছড়িয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা।” তিনি এ ঘটনাকে "ভুয়া সংবাদ" হিসেবে বর্ণনা করেন।

এদিকে, ইসরায়েল শনিবারও ইরানের বিভিন্ন স্থানে ব্যাপক হামলা চালিয়ে যাচ্ছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, দেশের উত্তর-পশ্চিম সীমান্তবর্তী সলমাস এলাকায় ইসরায়েলি ড্রোন প্রবেশ করলে সেগুলো ভূপাতিত করা হয়।

প্রতিরক্ষা বাহিনীর মতে, এই ড্রোনগুলো গুপ্তচরবৃত্তি ও নজরদারি মিশনে এসেছিল।

এছাড়া, ইরানি বার্তা সংস্থা তাসনিম-এর খবর অনুযায়ী, লোরেস্তান প্রদেশের উপ-গভর্নর জানিয়েছেন, ইরানি বাহিনী খোররামাবাদ অঞ্চলের আকাশে ৪টি ইসরায়েলি ড্রোন ও ছোট বিমান ভূপাতিত করেছে।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ