সোমবার, ১২ জানুয়ারি ২০২৬ ।। ২৮ পৌষ ১৪৩২ ।। ২৩ রজব ১৪৪৭

শিরোনাম :
জামায়াত কি ক্ষমতায় যেতে চায়? নতুন জরিপে বিএনপির কাছাকাছি জনপ্রিয়তা জামায়াতের! হাদি হত্যা: চার্জশিটের গ্রহণযোগ্যতা নিয়ে শুনানি বৃহস্পতিবার বিক্ষোভের পর ইরানের পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে, দাবি পররাষ্ট্রমন্ত্রীর স্বতন্ত্র প্রার্থীদের মাঠছাড়া করতে পরিকল্পিত চেষ্টা চলছে: ব্যারিস্টার শাহরিয়ার কবির নিজেদের নির্দোষ দাবি করলেন সালমান এফ রহমান-আনিসুল হক ‘মুজিব কোট তুলে রেখেছি, এবার ধানের শীষে ভোট দেব’ ৭ জেলার ২৫ মাদ্রাসার হিফজ বিভাগে পিসবের গিজার ও রুম হিটার বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল বুধবার ভোরের প্রচারে নজর কেড়েছেন ইবনে শাইখুল হাদিস

সৌদি আরবের কড়া নিন্দা ও বার্তা ইসরাইলকে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় ইসরাইলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে উল্লেখ করেছে, সৌদি আরব ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে ইসরাইলি আগ্রাসনকে স্পষ্টভাবে নিন্দা জানাচ্ছে, যা ইরানের সার্বভৌমত্ব ও নিরাপত্তাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে।

বিবৃতিতে বলা হয়েছে, এ ধরনের হামলা আন্তর্জাতিক আইন ও রীতিনীতির যথেষ্ট বড় লঙ্ঘন। সৌদি আরব এ ধরনের আক্রমণের কঠোর প্রতিবাদ জানাচ্ছে।

অন্যদিকে, ইসরাইল গত কয়েকদিনে ‘অপারেশন রাইজিং লায়ন’ নামে এক সামরিক অভিযান চালায়, যার লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক কর্মসূচি ব্যর্থ করা। এই হামলায় ইরানের কয়েকজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা ও পারমাণবিক বিজ্ঞানী নিহত হয়েছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ বাঘেরি, ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান হোসেইন সালামি, খতম-আল আম্বিয়া কেন্দ্রীয় সদর দফতরের কমান্ডার গোলামালী রশিদ এবং পারমাণবিক বিজ্ঞানী ও ইরানের পারমাণবিক শক্তি সংস্থার সাবেক প্রধান ফেরেদুন আব্বাসি নিহত হয়েছেন। এছাড়া পারমাণবিক কর্মসূচির সাথে যুক্ত আরেক বিজ্ঞানী মোহাম্মদ মাহদি তেহরানচিও প্রাণ হারিয়েছেন।

অন্যদিকে, ইরান সাম্প্রতিক সময়ে ইসরাইলের আকাশসীমায় ১০০টিরও বেশি ড্রোন হামলা চালিয়েছে বলে তেল আবিব জানিয়েছে। ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডিফ্রিন বলেছেন, ড্রোনগুলোকে ভূপাতিত করার জন্য তাদের বাহিনী সক্রিয়ভাবে কাজ করছে।

সংবাদমাধ্যম ‘টাইমস অব ইসরাইল’ জানিয়েছে, ইরান থেকে ছোড়া ড্রোনগুলো ইসরাইলে পৌঁছাতে কয়েক ঘণ্টা সময় নিচ্ছে। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত এক ভিডিওতে ড্রোনগুলোকে ইসরাইলের দিকে এগিয়ে যেতে দেখা গেছে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ