সোমবার, ১২ জানুয়ারি ২০২৬ ।। ২৮ পৌষ ১৪৩২ ।। ২৩ রজব ১৪৪৭

শিরোনাম :
জামায়াত কি ক্ষমতায় যেতে চায়? নতুন জরিপে বিএনপির কাছাকাছি জনপ্রিয়তা জামায়াতের! হাদি হত্যা: চার্জশিটের গ্রহণযোগ্যতা নিয়ে শুনানি বৃহস্পতিবার বিক্ষোভের পর ইরানের পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে, দাবি পররাষ্ট্রমন্ত্রীর স্বতন্ত্র প্রার্থীদের মাঠছাড়া করতে পরিকল্পিত চেষ্টা চলছে: ব্যারিস্টার শাহরিয়ার কবির নিজেদের নির্দোষ দাবি করলেন সালমান এফ রহমান-আনিসুল হক ‘মুজিব কোট তুলে রেখেছি, এবার ধানের শীষে ভোট দেব’ ৭ জেলার ২৫ মাদ্রাসার হিফজ বিভাগে পিসবের গিজার ও রুম হিটার বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল বুধবার ভোরের প্রচারে নজর কেড়েছেন ইবনে শাইখুল হাদিস

হামাসের পেতে রাখা বোমায় ৩ ইসরাইলি সেনা নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গাজার উত্তরাঞ্চলীয় জাবালিয়া এলাকায় রাস্তার পাশে পেতে রাখা বোমা বিস্ফোরণে তিন ইসরাইলি সেনা নিহত এবং আরও দুইজন আহত হয়েছেন। এ ঘটনা ঘটেছে যখন সেনারা সামরিক অভিযানে অংশ নিচ্ছিলেন।

মঙ্গলবার সকালে ইসরাইলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল সেনাবাহিনীর বরাত দিয়ে এই তথ্য প্রকাশ করেছে।

নিহত তিন সেনার মধ্যে রয়েছেন কমব্যাট মেডিক স্টাফ সার্জেন্ট লিওর স্টেইনবার্গ (২০), কমব্যাট মেডিক স্টাফ সার্জেন্ট ওফেক বারহানা (২০) এবং স্কোয়াড কমান্ডার স্টাফ সার্জেন্ট ওমর ভ্যান গেলডার (২২)।

ইসরাইলি ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) জানায়, নিহত সেনারা আইডিএফ’র নবম আর্মার্ড ব্যাটালিয়নের একটি প্লাটুনের সদস্য ছিলেন এবং বিশেষ অভিযানে অংশ নিচ্ছিলেন।

আইডিএফ’র প্রাথমিক তদন্তে জানা যায়, ওই পাঁচ সেনা হামভি জিপে করে সেনাবাহিনীর ফায়ার ইঞ্জিনকে পাহারা দিচ্ছিলেন। তাদের উদ্দেশ্য ছিল গাজায় একটি ইসরাইলি সাঁজোয়া যান (এপিসি) থেকে আগুন নেভানো, যা কারিগরি ত্রুটির কারণে আগুনে পুড়ে যাচ্ছিল।

জাবালিয়া থেকে বের হওয়ার পথে সেনাবাহিনীর গাড়িবহরে রাস্তার পাশে পেতে রাখা বোমাটি বিস্ফোরিত হলে এই হামলা ঘটে। এতে তিন সেনা নিহত এবং আরও দুইজন আহত হন। আহত দুই সেনা এখনো সম্পূর্ণ আশঙ্কামুক্ত নন।

এছাড়া, পরে একই রাস্তার দুইপাশে আরও ২০টি বোমা চিহ্নিত করে আইডিএফ, যা বিস্ফোরণের জন্য প্রস্তুত ছিল, তবে সেগুলো বিস্ফোরিত হয়নি কেন, তা এখনও স্পষ্ট হয়নি।

চলতি বছরের জানুয়ারিতে ইসরাইল এবং হামাসের মধ্যে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়ের চুক্তি হয়েছিল, কিন্তু ১৮ মার্চ ইসরাইল চুক্তি বাতিল করে এবং হামলা পুনরায় শুরু করে। এরপর থেকে গাজায় বিমান এবং স্থলপথে হামলা তীব্র হয়ে ওঠে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ