সোমবার, ১২ জানুয়ারি ২০২৬ ।। ২৮ পৌষ ১৪৩২ ।। ২৩ রজব ১৪৪৭

শিরোনাম :
জামায়াত কি ক্ষমতায় যেতে চায়? নতুন জরিপে বিএনপির কাছাকাছি জনপ্রিয়তা জামায়াতের! হাদি হত্যা: চার্জশিটের গ্রহণযোগ্যতা নিয়ে শুনানি বৃহস্পতিবার বিক্ষোভের পর ইরানের পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে, দাবি পররাষ্ট্রমন্ত্রীর স্বতন্ত্র প্রার্থীদের মাঠছাড়া করতে পরিকল্পিত চেষ্টা চলছে: ব্যারিস্টার শাহরিয়ার কবির নিজেদের নির্দোষ দাবি করলেন সালমান এফ রহমান-আনিসুল হক ‘মুজিব কোট তুলে রেখেছি, এবার ধানের শীষে ভোট দেব’ ৭ জেলার ২৫ মাদ্রাসার হিফজ বিভাগে পিসবের গিজার ও রুম হিটার বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল বুধবার ভোরের প্রচারে নজর কেড়েছেন ইবনে শাইখুল হাদিস

কলকাতার রেড রোডে ঈদের নামাজের জটিলতা কাটল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার ঐতিহ্যবাহী রেড রোডে কোরবানির ঈদের নামাজ পড়ার অনুমতি নিয়ে জটিলতা অবশেষে কেটেছে।

ইন্ডিয়া টুডে লিখেছে, বর্তমানে ইন্দিরা গান্ধী সরণি নামে পরিচিত সড়কটিতে কয়েক দশক ধরে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়ে আসছে। সামরিক মহড়ার কথা বলে এবার সড়কটি ব্যবহারের অনুমতি শুরুতে দিতে চায়নি সেনাবাহিনী। ওই সড়কটির জমির মালিকানা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সেখানে হয়েছে গ্র্যান্ড প্যারেড, উড়েছে যুদ্ধবিমানও।

সড়কটিতে প্রতি বছর ঈদের নামাজ আয়োজন করে কলকাতা খিলাফত কমিটি। প্রতিবারের মতো এবারের ঈদের নামাজের জন্য অনুমতি চেয়ে কমিটি গত ১০ মে আবেদন করে। তারা নামাজের জন্য নেতাজি ভাস্কর্য থেকে ফোর্ট উইলিয়াম পর্যন্ত সড়ক ব্যবহারের অনুমতি চেয়েছিল।

সংবাদপত্র ডেকান ক্রনিকল লিখেছে, গত ৩১ মে সেনাবাহিনীর তরফে জানানো হয়, সামরিক মহড়ার কারণে ঈদের নামাজ পড়ার জন্য এবার সড়কটি ব্যবহারের অনুমতি দেওয়া হচ্ছে না।

এর কয়েকদিন বাদে সেনাবাহিনী তাদের মহড়ার সময়সূচিতে পরিবর্তন এনে ঈদের নামাজের ব্যবস্থা করেছে বলে পিটিআই খবর দিয়েছে।

পশ্চিমবঙ্গের মন্ত্রী ও কলকাতা খিলাফত কমিটির সদস্য জাভেদ আহমেদ খান বলেন, সামরিক মহড়ার কারণে অনুমতি নিয়ে কিছু জটিলতা ছিল, তবে আয়োজক ও প্রতিরক্ষা কর্মকর্তাদের মধ্যে আলোচনার মাধ্যমে বিষয়টির সমাধান করা হচ্ছে।

গত এপ্রিলে কলকাতা হাই কোর্টে এক রিট আবেদনের শুনানিতে বলা হয়, শহীদ মিনার জলাবদ্ধ হওয়ার পর ১৯১৯ সাল থেকে রেড রোডে ঈদের জামাত শুরু হয়। ২০২০ ও ২০২১ সালে কোভিডের কারণে রেড রোডে ঈদের নামাজ হয়নি। এরপর ২০২২ সালে ফের সেখানে ঈদের নামাজ শুরু হয়, সে বছর বৃষ্টি উপেক্ষা করে নামাজে অংশ নেয় হাজার হাজার মানুষ।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ