ভারত শাসিত কাশ্মিরে সন্ত্রাসী হামলার পর ব্যাপকভাবে দোষারোপ করা হচ্ছে মুসলমানদের। এই ইস্যুতে ভারতজুড়ে মুসলমানদের সঙ্গে অন্যায় আচরণ বেড়ে গেছে। ক্ষমতাসীন বিজেপি মুসলিমবিরোধী অবস্থানের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করছে। তবে এই অবস্থার মধ্যেই বিজেপির একজন বিধায়ক স্রোতের বাইরে একটি কথা বললেন, যা নিয়ে ভারতে বেশ আলোড়ন সৃষ্টি হয়েছে।
উত্তর প্রদেশের বিজেপি বিধায়ক হর্ষবর্ধন বাজপেয়ী বলেছেন, ভারতের মুসলিমদের পাকিস্তানের মুসলিমদের সঙ্গে তুলনা করা উচিত নয়।
তিনি বলেন, কাশ্মীরি মুসলিমরা পেহেলগামে সন্ত্রাসী হামলার পর যেভাবে সাহায্যের হাত বাড়িয়েছেন, তা প্রশংসনীয়।
স্থানীয় একটি পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে বাজপেয়ী দাবি করেন, পাকিস্তান এই হামলার পেছনে আছে এবং তাদের উদ্দেশ্য হলো কাশ্মীরের পর্যটন ধ্বংস করা ও হিন্দু-মুসলিম বিভাজন সৃষ্টি করা।
তিনি বলেন, ‘ওদের পরিকল্পনা একদম স্পষ্ট, আমাদের সেটা বুঝতে হবে।’
এই মন্তব্যটি এমন এক সময়ে এলো, যখন পেহেলগাম হামলায় হিন্দু পর্যটকদের টার্গেট করা নিয়ে সামাজিক মাধ্যমে সাম্প্রদায়িক প্রতিক্রিয়া ছড়িয়েছে।
এমনকি বিজেপির মধ্য থেকেও কিছু কড়া প্রতিক্রিয়া এসেছে। ছত্তিশগড় বিজেপির পক্ষ থেকে এক্স (সাবেক টুইটার)-এ একটি পোস্টে লেখা হয়: ‘ধর্ম জিজ্ঞাসা করা হয়েছিল, জাতি নয়…।
সূত্র: দ্য প্রিন্ট
আরএইচ/