বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬ ।। ৩০ পৌষ ১৪৩২ ।। ২৫ রজব ১৪৪৭

শিরোনাম :
থাইল্যান্ডে চলন্ত ট্রেনের ওপর ক্রেন ভেঙে পড়ে নিহত ২২ ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা বাড়লে উপসাগরীয় অঞ্চলে বিপর্যয় ঘটতে পারে: কাতার ইরানে সামরিক হামলার পরিকল্পনা নিয়ে রাশিয়ার কড়া সতর্কবার্তা সংবিধান সংস্কারে গণভোট : স্কুল, কলেজ ও মাদ্রাসায় ব্যাপক প্রচারণার নির্দেশ জাস্টিস ফর হাদি, ইনশাআল্লাহ: মির্জা ফখরুল সুতার মোজার ওপর মাসাহ—শরঈ বিধান কী বলছে? মেধা বিকাশের অনন্য ঠিকানা ‘জামিআ ইসলামিয়া বাইতুল আমান’ জামায়াত জোটের সংবাদ সম্মেলনে যাচ্ছে না ইসলামী আন্দোলন  প্রার্থী ও নেতাকর্মীদের নির্বাচনি আচরণবিধি মেনে চলার আহ্বান জমিয়তের আলেম-উলামাসহ সব ধর্মের মানুষ বিএনপির কাছেই নিরাপদ: শামা ওবায়েদ

লেবাননে ইসরায়েলের ব্যাপক হামলা, নিহত বেড়ে ৪৯২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

লেবাননজুড়ে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ইরান সমর্থিত লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর স্থাপনা লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ৪৯২ জনে দাঁড়িয়েছে। খবর বিবিসির।

প্রতিবেদনে বলা হয়েছে, হামলার কারণে হাজার হাজার পরিবার নিরাপদ আশ্রয়ের খোঁজে পালিয়ে গেছে। ইসরায়েলি সামরিক বাহিনী বলছে, হিজবুল্লাহর স্থাপনা ধ্বংস করতে এক হাজার ৩০০ লক্ষ্যবস্তুতে হামলা হয়েছে।

অন্যদিকে হিজবুল্লাহও ইসরায়েলের উত্তরাঞ্চলে পাল্টা হামলা চালিয়েছে। গোষ্ঠীটির পক্ষ থেকে বলা হয়েছে, তারা ২০০ এর বেশি রকেট হামলা চালিয়েছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি হামলায় নিহতদের মধ্যে ৩৫ জন শিশু ও ৫৮ জন নারী রয়েছে। সেইসঙ্গে হামলায় আহত হয়েছে এক হাজার ৬৪৫ জন।

তবে হতাহতদের মধ্যে কতজন বেসামরিক এবং কতজন হিজবুল্লাহর সদস্য তা নিয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। লেবাননের স্বাস্থ্যমন্ত্রী ফিরাস আবাইদ বলেছেন, হামলার কারণে হাজার হাজার পরিবার পালিয়ে গেছে।

এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তেনিও গুতেরেস। তিনি জানান, আমরা লেবাননকে আরেকটি গাজা হিসেবে দেখতে চাই না।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ