বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬ ।। ৩০ পৌষ ১৪৩২ ।। ২৫ রজব ১৪৪৭

শিরোনাম :
থাইল্যান্ডে চলন্ত ট্রেনের ওপর ক্রেন ভেঙে পড়ে নিহত ২২ ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা বাড়লে উপসাগরীয় অঞ্চলে বিপর্যয় ঘটতে পারে: কাতার ইরানে সামরিক হামলার পরিকল্পনা নিয়ে রাশিয়ার কড়া সতর্কবার্তা সংবিধান সংস্কারে গণভোট : স্কুল, কলেজ ও মাদ্রাসায় ব্যাপক প্রচারণার নির্দেশ জাস্টিস ফর হাদি, ইনশাআল্লাহ: মির্জা ফখরুল সুতার মোজার ওপর মাসাহ—শরঈ বিধান কী বলছে? মেধা বিকাশের অনন্য ঠিকানা ‘জামিআ ইসলামিয়া বাইতুল আমান’ জামায়াত জোটের সংবাদ সম্মেলনে যাচ্ছে না ইসলামী আন্দোলন  প্রার্থী ও নেতাকর্মীদের নির্বাচনি আচরণবিধি মেনে চলার আহ্বান জমিয়তের আলেম-উলামাসহ সব ধর্মের মানুষ বিএনপির কাছেই নিরাপদ: শামা ওবায়েদ

বাংলাদেশ সীমান্তে টহল দেওয়ার সময় বিএসএফ সদস্যের আত্মহত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্য আত্মহত্যা করেছেন বলে ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে। খবরে বলা হয়েছে, ওই বিএসএফ সদস্যের নাম বি অরুণ দিলীপ (৪০)।

ইন্ডিয়া টুডে বলছে, সোমবার (৯ সেপ্টেম্বর) ত্রিপুরার ঢালাই জেলার কামালপুরে অরুণ দিলীপ দায়িত্ব পালনের সময় নিজেকে গুলি করে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। নিজের রাইফেল দিয়েই তিনি নিজেকে গুলি করেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক বিএসএফের একজন কর্মকর্তা বলেন, সীমান্তে টহল দেওয়ার সময় এই ঘটনা ঘটেছে। আমাদের ধারণা এটি আত্মহত্যা। তিনি নিজেকে দুইবার গুলি করেছেন। একবার নিজের পেটে এবং আরেকবার তার কাঁধে।

এই কর্মকর্তা আরও জানান, এই ঘটনার পর দ্রত তাকে কামালপুর হাসপাতালে নেওয়া হয়। তবে তার অবস্থা আশঙ্কাজনক থাকায় তাকে আগারতলার জিবি পান্ত হাসপাতালে নেওয়া হয়।

তবে জিবি পান্ত হাসপাতালের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেছেন। এই ঘটনার তদন্ত চলছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

প্রসঙ্গত, বাংলাদেশের পাশাপাশি উত্তর-পূর্ব ভারতের দুই রাজ্য মিজোরাম এবং আসামের সাথে সীমানা রয়েছে ত্রিপুরার। মূলত ত্রিপুরা রাজ্যটি উত্তর, দক্ষিণ ও পশ্চিমে বাংলাদেশ দ্বারা বেষ্টিত।

বাংলাদেশের সঙ্গে ভারতের এই রাজ্যটির আন্তর্জাতিক সীমান্তের দৈর্ঘ্য ৮৫৬ কিলোমিটার।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ