শুক্রবার, ০২ মে ২০২৫ ।। ১৯ বৈশাখ ১৪৩২ ।। ৪ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
মুসলিম সমাজের দুর্ভাগ্য অনুসারীদের নিয়ে হেফাজতের মহাসমাবেশে থাকবেন মাওলানা এনায়েতুল্লাহ আব্বাসী মদিনায় প্রথম বাংলাদেশি হাজির মৃত্যু আগামী সাত মাস বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রেস সচিব হেফাজতের মহাসমাবেশে ছারছীনার পীরের সমর্থন মক্কায় বজ্রপাত ও শিলাবৃষ্টির সতর্কতা, হজযাত্রীদের নিয়ে শঙ্কা হার্ভার্ডের ৯২ শতাংশ মুসলিম শিক্ষার্থী নিরাপত্তাহীনতায় ভুগছেন  যুক্তরাষ্ট্র-ইরান পরমাণু আলোচনা স্থগিত যারা পালিয়ে গেছে, তাদের এদেশে রাজনীতি করার অধিকার নেই: হাসনাত আবদুল্লাহ গাজায় কমপক্ষে ৩১ ফিলিস্তিনি শহীদ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে ‘পরিস্থিতি বিপর্যয়কর’

১৩৩ দিন পর মুসল্লিদের সমাগমে মুখরিত মসজিদুল আকসা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

১৩৩ দিন পর ফের যেন প্রাণ ফিরে পেল ফিলিস্তিনের পবিত্র মসজিদুল আকসা। গত শুক্রবার জুমার নামাজে অন্তত ২৫ হাজার মুসল্লির সমাগমে মুখরিত হয়ে ওঠে ইসলামের গুরুত্বপূর্ণ এ মসজিদ। ওই দিন ইসরাইলি পুলিশের বিধি-নিষেধ উপেক্ষা মসজিদ প্রাঙ্গণে নামাজ পড়েন তারা।

গত ৭ অক্টোবর গাজায় ইসরাইলের হামলা শুরুর পর এটিই ছিল সর্ববৃহৎ জুমার জামাত। যারা মসজিদে প্রবেশ করতে পারেননি, তারা শহরের আশপাশের রাস্তায় নামাজ পড়েন। এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে জেরুসালেমের ইসলামিক আওকাফ বিভাগ।

তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি জানিয়েছে, ‘আমাদের পরিসংখ্যান অনুসারে ইসরাইলের কড়া নিয়ন্ত্রণের মধ্যেও ২৫ হাজার মুসল্লি মসজিদে নামাজ পড়েছেন। গত ৭ অক্টোবর যুদ্ধ শুরুর পর এবারই সর্বোচ্চসংখ্যক মুসল্লি মসজিদে নামাজ পড়তে সক্ষম হন। পাশাপাশি সাড়ে চার মাস ধরে জেরুসালেম নগরীসহ পবিত্র মসজিদুল আকসার প্রবেশপথে ইসরাইলি পুলিশ চেকপোস্ট স্থাপন করে রেখেছে। এর মাধ্যমে তরুণদের প্রবেশ নিয়ন্ত্রণ করতে শহরের আনাচে-কানাচে টহল দিচ্ছে নিরাপত্তাকর্মীরা।’

এদিন জুমার নামাজের পর শহীদদের জন্য গায়েবি জানাজা ও দোয়া অনুষ্ঠিত হয়।

গাজায় ইসরাইলি হামলার শুরু থেকে মসজিদে প্রবেশে কঠোর বিধি-নিষেধ আরোপ করা হয়। এতে শুধু চার-পাঁচ হাজারের মতো মুসল্লি মসজিদে নামাজ পড়তে পারতেন। অন্যদের আশপাশের রাস্তায় নামাজ পড়তে হতো। গত সপ্তাহ থেকে এই সংখ্যা বাড়তে থাকে। অবশ্য অনেকের মতে, পবিত্র রমজান মাস অতি সন্নিকটে হওয়ায় মুসল্লির সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।

গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় ভয়াবহ হত্যাযজ্ঞ চালাচ্ছে ইসরাইল। এ হামলায় গত ১৩৪ দিনে ২৮ হাজার ৭৭৫ জন প্রাণ হারিয়েছেন এবং ৬৮ হাজার ৫৫২ জন আহত হয়েছেন। তাদের মধ্যে বেশির ভাগই নারী ও শিশু। সূত্র : আনাদোলু এজেন্সি

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ