সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ৩০ রবিউল আউয়াল ১৪৪৭


ভারতীয় বিমান আফগানিস্তানে বিধ্বস্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত ছবি

কারিগরি ত্রুটির কারণে ভারতীয় কোম্পানির মালিকানাধীন একটি বিমান আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় প্রদেশ বাদাখশানে বিধ্বস্ত হয়েছে। রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসের প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

বাদাখশান প্রদেশের তালেবানের একজন প্রতিনিধি খামা প্রেস এজেন্সিকে জানিয়েছেন, ঘটনার পরিস্থিতি তদন্তের জন্য একটি দলকে ওই অঞ্চলে পাঠানো হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, বাদাখশান প্রদেশের পার্বত্য অঞ্চলে ছয়জন আরোহী নিয়ে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে।

এর আগে রাশিয়ার বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছিল, শনিবার মধ্যরাতে আফগানিস্তানের আকাশে একটি বিমান রাডার থেকে অদৃশ্য হয়ে যায়। এ বিষয়ে স্থানীয় আফগান পুলিশ জানায়, তারা একটি বিধ্বস্ত হওয়ার খবর পেয়েছে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ