বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ ।। ২০ কার্তিক ১৪৩২ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বিএনপি-জামায়াতের বাইরে নতুন রাজনৈতিক জোটের উদ্যোগ এনসিপির  মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্তের কারণ পাইলটের উড্ডয়ন ত্রুটি পুলিশের খোয়া যাওয়া অস্ত্র উদ্ধারে আবারও পুরস্কার ঘোষণা বিশাল স্বর্ণ ভান্ডার মিলল পাকিস্তানে একীভূত হওয়া ৫ ব্যাংকের অর্থ ও আমানত সুরক্ষিত থাকবে : গভর্নর ষড়যন্ত্রের প্রতিবাদে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় সম্মিলিত শিক্ষার্থী ফোরামের মানববন্ধন বৈষ্যমের বিরুদ্ধে সিলেটবাসীকে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন করতে হবে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রনে সরকারকে ন্যাপের আহ্বান জুলাই সনদ বাস্তবায়ন ব্যতীত দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠন সম্ভব নয়: কামাল হোসেন ঘূর্ণিঝড় টাইফুন কালমেগি আঘাত, নিহত বেড়ে ১০০, নিখোঁজ ২৬

ভারতে আবারো চোখ রাঙাচ্ছে করোনা, সতর্কবার্তা জারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

ভারতে ফের চোখ রাঙাচ্ছে করোনা সংক্রমণ। বেশ কয়েকদিন ধরেই দৈনিক কোভিড সংক্রমণের সংখ্যা একশর গণ্ডি পেরিয়ে গেছে। দেশজুড়ে অ্যাকটিভ কোভিড রোগীর সংখ্যাও প্রায় হাজারের কাছাকাছি। এ অবস্থায় নড়েচড়ে বসেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। শীতের শুরুতে লোকজনকে সতর্ক থাকতে বলেছে। কোভিড ভ্যাকসিন নেওয়ার ক্ষেত্রেও সাধারণ মানুষকে আগ্রহী করে তোলার চেষ্টা চলছে।


রোববারের পরিসংখ্যান অনুযায়ী, একদিনে ভারতে কোভিড পজিটিভ হয়েছেন ১৬৬ জন। তাদের মধ্যে অধিকাংশই কেরালার বাসিন্দা। শুধু রোববার নয়, বেশ কয়েকদিন ধরেই ভারতে কোভিড আক্রান্তের সংখ্যা বাড়ছে। প্রতিদিনই একশ বা তার বেশি মানুষ আক্রান্ত হচ্ছেন এ ভাইরাসে। বর্তমানে ভারতে অ্যাকটিভ রোগীর সংখ্যা ৮৯৫। শীতের শুরুতে জ্বরে ভুগছেন অনেকেই। তাদের নমুনা পরীক্ষা করেই মিলছে কোভিডের জীবাণু।

দেশজুড়ে করোনার চোখ রাঙানোর কারণে সতর্ক কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়। জোর দেওয়া হয়েছে ভ্যাকসিন নেওয়ার বিষয়ে। অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত না করে কীভাবে জনস্বাস্থ্য বজায় রাখা যায়, সেটাই বিবেচনা করছেন দপ্তরের কর্মকর্তারা। এছাড়াও লোকজনকে সতর্ক থাকতে বলা হয়েছে। এছাড়া প্রতিদিন কতজন কোভিড আক্রান্ত হচ্ছেন, সেই পরিসংখ্যানেও নজর রাখছে মন্ত্রণালয়।

উল্লেখ্য, চলতি বছরের শুরুতেই লাফিয়ে বেড়েছিল কোভিড সংক্রমণ। এপ্রিল মাসের এক সপ্তাহে প্রায় ৭৫ হাজার মানুষ নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন। সেই তালিকায় ছিলেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতিও আক্রান্ত হন। আশঙ্কাজনক হয়েছিল মৃত্যুর হারও। তবে ধীরে ধীরে কমে গিয়েছিল কোভিডের সংক্রমণও। কিন্তু শীত পড়তেই ফের দাপট দেখানো শুরু করেছে করোনা ভাইরাস।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ