মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ১ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
দেশে ফিরছেন খালেদা জিয়া, প্রস্তুত করা হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ নারী নীতিমালা নিয়ে জাতীয় সেমিনারে শীর্ষ আলেম-রাজনীতিকরা ‘মানবিক করিডোর’ প্রতিষ্ঠার আগে জাতীয় ঐকমত্য তৈরি করতে হবে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় বিএনপি : মির্জা ফখরুল ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত প্রতিহিংসা-প্রতিশোধ শান্তি বয়ে আনতে পারে না: আমীরে জামায়াত শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

দক্ষিণ গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৩২


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

দক্ষিণ গাজার আবাসিক এলাকায় ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ৩২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। বেসামরিক নাগরিকদের দক্ষিণের দিকে সরে যেতে সতর্কতা জারির মধ্যেই শনিবার ইসরায়েলি বাহিনী এ হামলা চালালো। খবর এনডিটিভির। 

এর আগে, ইসরায়েলি সেনারা গাজার খান ইউনিস এলাকায় বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রে সরে যেতে উপর থেকে লিফলেট ফেলে। 

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর একজন সহযোগী মার্ক রেগেভ এমএসএনবিসিকে বলেছেন, ‘আমরা লোকেদেরকে স্থানান্তর করতে বলছি। আমি জানি তাদের অনেকের জন্য এটা সহজ নয়, কিন্তু আমরা বেসামরিক লোকদের ক্রসফায়ারে মধ্য দেখতে চাই না।’

স্বাস্থ্য কর্মকর্তাদের মতে, শনিবার রাতে খান ইউনিসের একটি ব্যস্ত আবাসিক এলাকায় একটি বহুতল ব্লকের দুটি অ্যাপার্টমেন্টে বিমান হামলায় ২৬ ফিলিস্তিনি নিহত এবং ২৩ জন আহত হয়েছেন।

স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে, উত্তরে কয়েক কিলোমিটার (মাইল) দূরে দেইর আল-বালাহতে একটি বাড়িতে বিমান থেকে বোমা হামলায় ৬ ফিলিস্তিনি নিহত হয়।

তবে এ ব্যাপারে ইসরায়েলি সেনাবাহিনীর কাছ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ইসরায়েল সেনাবাহিনী গাজার বাসিন্দাদের উত্তরাঞ্চল থেকে সরে যাওয়ার নির্দেশ দেওয়ার পরে কয়েক লাখ ফিলিস্তিনি দক্ষিণ গাজা উপত্যকায় চলে গেছে। 

গত ৭ অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন শুরু হয়। ইসরায়েলের হামলায় হাসপাতাল, আশ্রয়কেন্দ্র, মসজিদ, গির্জা— কিছুই বাদ যাচ্ছে না। ইসরায়েলি সেনাদের হামলায় এ পর্যন্ত সাড়ে ১১ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। যার মধ্যে প্রায় সাড়ে ৪ হাজারের বেশি শিশু। এছাড়া আহত হয়েছেন প্রায় ৩২ হাজার মানুষ।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ