তাসখন্দ, ২৮ সেপ্টেম্বর, ২০২৩ (বাসস ডেস্ক) : উজবেকিস্তানের রাজধানী তাসখন্দে বিমানবন্দরের কাছে বুধবার দিবাগত রাতে একটি শক্তিশালী বিস্ফোরণ ঘটছে। এতে আগুন ছড়িয়ে পড়ায় অনেক মানুষ আহত হয়েছে। স্থানীয় গণমাধ্যম এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে নিউজ ওয়বসাইট নোভা-২৪ জানায়, বিমানবন্দরের কাছে শুল্ক বিভাগের একটি গুদামে এ বিস্ফোরণ ঘটে। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ভিডিও ফুটেজে আগুনের কুন্ডলী এবং ধোঁয়া রাতের আকাশে উঠতে দেখা যায়।
প্রাথমিকভাবে ভয়াবহ এই বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি। বার্তা সংস্থা রয়টার্স স্থানীয় সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে বহু মানুষ হতাহত হওয়ার ঘটনা প্রকাশ করলেও আন্তর্জাতিক কোনো সংবাদমাধ্যম এখন পর্যন্ত হতাহতের কথা নিশ্চিত করেনি।
দেশটির স্থানীয় প্রশাসন জানিয়েছে, প্রথমে ভিতরে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার করা হবে। উদ্ধারকাজ সম্পন্ন হওয়ার পর বিস্ফোরণের কারণ খতিয়ে দেখা হবে।তবে এখনও উজবেকিস্তান সরকারের পক্ষ থেকে এবিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করা হয়নি।
রাতের শেষ প্রহরে তাসখন্দ বিমানবন্দরের কাছে হঠাৎ করেই ধোঁয়া উড়তে শুরু করে। সাথে সাথেই আগুন লেগে গেলে ঘটনাস্থলে দ্রুত দমকলকর্মী এবং উদ্ধারকারী দল পৌঁছায় এবং উদ্ধারকাজ শুরু করে।
কিন্তু বিস্ফোরণের কারণ এখনও স্পষ্ট নয়। রাশিয়ার সংবাদসংস্থা জানিয়েছে, ওই ভবনের উপর বাজ পড়ে। সেখান থেকেই বিস্ফোরণ হয়েছে। তবে এই খবর সত্য কি না, তা এখনো জানা যায়নি।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ওই গুদামে রাতে আগুন ধরার খবর পাওয়া যায়। এতে অনেক মানুষ দগ্ধ হয়েছে এবং তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। টেলিগ্রাম বার্তায় মন্ত্রণালয় জানায়, দগ্ধদের সকলেই শঙ্কামুক্ত। চিকিৎসকরা তাদেরকে প্রয়োজনীয় চিকিৎসা দিচ্ছেন।
এম আই/
                              
                          
                              
                          
                        
                              
                          