শনিবার, ২৬ এপ্রিল ২০২৫ ।। ১২ বৈশাখ ১৪৩২ ।। ২৮ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
মসজিদে নববীর ইমামের পেছনে নামাজ পড়তে মালদ্বীপে মুসল্লিদের ঢল আ.লীগ নিষিদ্ধের কথা বললে সরকার পশ্চিমাদের দোহাই দেয় : সারজিস নারী সংস্কার কমিশন বাতিল না করলে আন্দোলনের দাবানল জ্বলবে: হেফাজত আটপাড়ায় হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত কর্মস্থলে দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণের পরিমাণ বৃদ্ধির সুপারিশ মজলিসে আমেলার বৈঠকে জমিয়ত, রাত পোহালেই কাউন্সিল কাল ঢাকায় ইসলামী আন্দোলনের গণমিছিল, প্রস্তুতি সম্পন্ন ‘রাষ্ট্র কাঠামোর মৌলিক সংস্কার না হলে আবারও ফ্যাসিবাদ মাথাচাড়া দেবে’ মাদরাসা শিক্ষার্থীদের মাঝে হাফেজ্জী হুজুর (রহ.) সেবা ফাউন্ডেশনের কিতাব বিতরণ "পাশ্চাত্যের শক্তি নয় আপনাকে ক্ষমতায় বসিয়েছে এদেশের কোরআনপ্রেমী জনতা”

সৌদি বাদশাহ ও যুবরাজকে ইরানের প্রেসিডেন্টের চিঠি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত ছবি

সৌদি আরবের বাদশাহ ও ক্রাউন প্রিন্সকে ইরানের প্রেসিডেন্ট পৃথক পৃথক বার্তা পাঠিয়েছেন। সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য দিয়েছে।

ইরান প্রেস বার্তা সংস্থা সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি এসব বার্তায় দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করার ওপর গুরুত্বারোপ করেছেন। ইরান প্রেস আরও জানায় সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহানের পক্ষে সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রী ওলিদ বিন আব্দুল কারিম খুরাইজি ওই বার্তাগুলো গ্রহণ করেন।

রিয়াদে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত আলিরেজা এনায়েতি সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলে তার কাছ থেকে ওই বার্তা দু’টি গ্রহণ করেন খুরাইজি। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া বিষয়ক মহাপরিচালক মোহাম্মদ আল-মাতরাফিও ওই বৈঠকে উপস্থিত ছিলেন।

আল-খুরাইজি রিয়াদে ইরানি রাষ্ট্রদূত জনাব এনায়েতিকে স্বাগত জানান এবং নয়া দায়িত্ব পালনে তার সাফল্য কামনা করেন। দ্বিপক্ষীয় ওই বৈঠকে অভিন্ন স্বার্থের সঙ্গে সামঞ্জস্য রেখে সম্পর্ক শক্তিশালী করার উপায় নিয়ে পর্যালোচনা করার পাশাপাশি অন্যান্য বিষয়েও আলোচনা হয়েছে।

সৌদি আরবে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আলি রেজা এনায়েতি গত ৫ সেপ্টেম্বর সৌদি আরবের রাজধানী রিয়াদে পৌঁছান। সেখানে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা এবং ইরানি দূতাবাসের সহকর্মীরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানায়।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানিও সম্প্রতি সৌদি আরবে ইরানের নয়া রাষ্ট্রদূতের পরিকল্পনা নিয়ে কথা বলেছেন। তিনি বলেছেন, সৌদি আরবে ইরানের নয়া মিশন দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে ভূমিকা রাখবে। আলি রেজা এনায়েতি আল্লাহর ইচ্ছায় শক্তিমত্তার সঙ্গেই তার দায়িত্ব পালন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন কানয়ানি।

সূত্র: ইরান প্রেস, প্রেস টিভি

টিএ/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ