ভারতীয় মুসলিমদের সবচেয়ে বড় সংগঠন জমিয়ত উলামা হিন্দ-এর লিগ্যাল এইড কমিটি পরিচালিত একাধিক মামলায় বাদী হবেন শাইখুল ইসলাম সাইয়েদ হোসাইন আহমদ মাদানীর সাহেবজাদা আওলাদে রাসুল সাইয়েদ আসজাদ মাদানী।
১০ সেপ্টেম্বর (রোববার) জমিয়ত উলামায়ে হিন্দের সভাপতি সাইয়েদ মাওলানা আরশাদ মাদানীর নির্দেশে তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানায় ভারতীয় সংবাদমাধ্যম ডেইলি সিয়াসাত ।
এর আগে শহিদ বাবরি মসজিদ মামলায় মাওলানা আসজাদ মাদানি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। হাইকোর্টের সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করে সৎ সাহসিকতার পরিচয় দিয়েছেন।
সদ্য প্রয়াত লিগ্যাল এইড কমিটির প্রধান গুলজার আজমী যে সমস্ত মামলায় বাদী হিসেবে মামলা পরিচালনা করেছিলেন, সেসব গুরুত্বপূর্ণ মামলায় এখন থেকে মাওলানা আসজাদ মাদানীকে বাদী হিসেবে দেখা যাবে।
জমিয়ত উলামা হিন্দের সভাপতির নির্দেশে মহারাষ্ট্রে ছয় সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। ভারপ্রাপ্ত সভাপতি হাফিজ মাসুদ হাসমি, সাধারণ সম্পাদক মাওলানা হালিমুল্লাহ কাসেমি, খাজিন মুফতি ইউসুফ কাসেমি, আইন উপদেষ্টা অ্যাডভোকেট শহীদ নাদিম, অ্যাডভোকেট আনসার তানবুলি এবং অফিস সম্পাদক মাওলানা মিরাজ কাসমি এ কমিটির দায়িত্ব পালন করবেন।
প্রসঙ্গত, জমিয়ত উলামায়ে হিন্দের সংগঠনটির আইনি সহায়তা কমিটির সেক্রেটারি মাওলানা গুলজার আহমদ (২০ আগস্ট) মুম্বাইয়ের একটি হাসপাতালে মারা যান।
এআই/আরএম
                              
                          
                              
                          
                        
                              
                          