তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান রোববার আলোচনার জন্য ভারতে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে দেখা করেছেন।
রাজধানী নয়াদিল্লিতে জি-২০ শীর্ষ সম্মেলনের শেষ দিনের ফাঁকে এরদোয়ান ও সালমানের মধ্যে একটি রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়।
এ বিষয়ে তুরস্কের যোগাযোগ অধিদফতর এক বিবৃতিতে বলেছে, এ দুই প্রভাবশালী নেতার সাক্ষাতের সময় তুরস্ক ও সৌদি আরবের মধ্যেকার দ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক এবং বৈশ্বিক বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে।
বৈঠকে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান, গোয়েন্দা প্রধান ইব্রাহিম কালিন, যোগাযোগ পরিচালক ফাহরেটিন আলতুন, এরদোয়ানের প্রধান উপদেষ্টা আকিফ কাগাতে কিলিক এবং সেফার তুরান উপস্থিত ছিলেন।
এছাড়া ভারতের রাজধানী নয়াদিল্লিতে জি-২০ শীর্ষ সম্মেলনের ফাঁকে মিকটা সংগঠনের নেতাদের সঙ্গে দেখা করেন তুরস্কের প্রেসিডেন্ট। সেখানে তিনি বিভিন্ন দেশের নেতাদের ইসলামবিদ্বেষের ক্রমবর্ধমান হুমকির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।
এ সময় এরদোয়ান বলেন, আন্তর্জাতিক উগ্রবাদের সঙ্গে ইসলামের প্রতি বৈরিতার বৃদ্ধি এবং তার বিস্তার উদ্বেগজনক। এই নেতিবাচক ঘটনাগুলো আমাদের আবার মনে করিয়ে দিয়েছে যে আমাদের আরও সংহতি, বোঝাপোড়া ও সহনশীলতার প্রয়োজন।
তিনি আরও বলেন, এটা অগ্রহণযোগ্য যে দুই শ’ কোটি (মুসলিম) জনগণের সবচেয়ে পবিত্র মূল্যবোধকে (কোরআন) প্রায় প্রতিদিনই মত প্রকাশের স্বাধীনতার আড়ালে আক্রমণের অনুমতি দেওয়া হয়। আমরা বিশ্বাস করি, যারা মানবতাকে সম্মান করে - তাদের উচিত ধর্ম নির্বিশেষে ইসলামবিদ্বেষের বিষয়ে আপত্তি করা।
এর আগে জুলাই মাসে এরদোয়ান মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার করতে তিন দিনের সফরের অংশ হিসেবে সৌদি আরব যান।
                              
                          
                              
                          
                        
                              
                          