বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫ ।। ১৬ আশ্বিন ১৪৩২ ।। ১০ রবিউস সানি ১৪৪৭

শিরোনাম :
ভারতে ড. ইউনূসকে অসুররূপে উপস্থাপন অশোভন: ধর্ম উপদেষ্টা . বাংলাদেশ খেলাফত মজলিসের মিডিয়া সেলের বৈঠক  ড. ইউনুসের নেতৃত্বেই ফেব্রুয়ারিতে নির্বাচন হবে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান  খুলনা-৩ আসনে হাতপাখার প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির বৈঠক ইসলামি রাষ্ট্র দর্শনে জনগণকে উদ্বুদ্ধ করতে হবে: আজিজুল হক ইসলামাবাদী নেজামে ইসলাম পার্টির দাওয়াতি মাসের উদ্বোধন সিলেটে কওমি কনফারেন্স আগামীকাল আস-সুন্নাহর পুঁজিতে সেলুন ব্যবসায় সাবলম্বী হওয়া নওমুসলিম মুজাহিদের গল্প ইসলামী যুব আন্দোলনের দাওয়াতি মাস উদ্বোধন ফরিদাবাদ মাদরাসায় ২০১৯ ব্যাচের ছাত্রদের মিলনমেলা ৪ অক্টোবর

এমসি কলেজ ছাত্র মজলিসের নবীন বরণ ও ক্যারিয়ার সেশন অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

২৪ সেপ্টেম্বর ২০২৫: সিলেটের ঐতিহ্যবাহী এমসি কলেজে আজ বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস এমসি কলজ শাখার উদ্যোগে “নবীন বরণ ও ক্যারিয়ার সেশন ২০২৫” অনুষ্ঠিত হয়। এমসি কলেজ শাখার উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের প্রাণবন্ত পরিবেশে স্বাগত জানানো হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাখা সভাপতি আব্দুল বাসিত এবং সঞ্চালনা করেন শাখা সেক্রেটারি আহমদ সালমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সেক্রেটারি জেনারেল জাকারিয়া হোসাইন জাকির।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “জুলাই বিপ্লবের ঐক্যবদ্ধ চেতনাকে সমুন্নত রাখতে হবে। হল দখল, সিট বাণিজ্য, চাঁদাবাজি ও র‌্যাগিংমুক্ত ক্যাম্পাস নিশ্চিতকরণে সব ছাত্র সংগঠনকে একসাথে কাজ করতে হবে। আগামীর বাংলাদেশ যেন উন্নতি, অগ্রগতি এবং বৈষম্যহীনতার ভিত্তিতে গড়ে ওঠে—সেই লক্ষ্যেই আমাদের এগোতে হবে পাশাপাশি সকল ছাত্র সংগঠন মিলে ক্যাম্পাসে শিক্ষা ও গবেষণার উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান''

ক্যারিয়ার সেশনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট শিক্ষাবিদ, লেখক ও গবেষক প্রভাষক মাহিদুল ইসলাম এবং সার্ক ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল মোহাম্মদ মহিউদ্দিন ফারুক। তারা শিক্ষাজীবন, নৈতিক মূল্যবোধ ও ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনের দিকনির্দেশনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস সিলেট মহানগর সভাপতি মাওলানা তাজুল ইসলাম হাসান, ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক আফজাল হোসাইন কামিল, কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি মুহিবুর রহমান রায়হান, সাবেক কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য সিলেট - ময়মনসিংহ জোন পরিচালক সাইফুল ইসলাম জলিল এবং সদস্য সাবেক কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি মো: মিজানুর রহমান, খেলাফত মজলিস সিলেট মহানগরীর সহ সভাপতি ডা: ফয়জুল হক, সিলেট মহানগর সেক্রেটারি সাজিদুর রহমান, সিলেট পূর্ব জেলা বায়তুলমাল সম্পাদক মিনহাজুল হক রিফাত।

 এছাড়াও উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ছাত্রদল এমসি কলেজ শাখার সভাপতি খান মোহাম্মদ সামি, ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি ওলিদ হাসান, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের আহ্বায়ক মৃনাল কান্তি দাস,ছাত্র জমিয়তের জয়েন্ট সেক্রেটারি ফরিদ উদ্দিন ও বিভিন্ন বিভাগের শিক্ষক, সাবেক শিক্ষার্থী এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের অভিব্যক্তি প্রকাশ, কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক পরিবেশনা ছিল অন্যতম আকর্ষণ। আয়োজকরা জানান, নতুন শিক্ষার্থীদের নতুন পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়া ও সঠিক দিকনির্দেশনা প্রদানে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অতিথি ও শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মিলনমেলার মাধ্যমে বর্ণাঢ্য এ অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ