বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫ ।। ১৬ আশ্বিন ১৪৩২ ।। ১০ রবিউস সানি ১৪৪৭

শিরোনাম :
ভারতে ড. ইউনূসকে অসুররূপে উপস্থাপন অশোভন: ধর্ম উপদেষ্টা . বাংলাদেশ খেলাফত মজলিসের মিডিয়া সেলের বৈঠক  ড. ইউনুসের নেতৃত্বেই ফেব্রুয়ারিতে নির্বাচন হবে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান  খুলনা-৩ আসনে হাতপাখার প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির বৈঠক ইসলামি রাষ্ট্র দর্শনে জনগণকে উদ্বুদ্ধ করতে হবে: আজিজুল হক ইসলামাবাদী নেজামে ইসলাম পার্টির দাওয়াতি মাসের উদ্বোধন সিলেটে কওমি কনফারেন্স আগামীকাল আস-সুন্নাহর পুঁজিতে সেলুন ব্যবসায় সাবলম্বী হওয়া নওমুসলিম মুজাহিদের গল্প ইসলামী যুব আন্দোলনের দাওয়াতি মাস উদ্বোধন ফরিদাবাদ মাদরাসায় ২০১৯ ব্যাচের ছাত্রদের মিলনমেলা ৪ অক্টোবর

হজ ও ওমরাহ মেলায় একসঙ্গে মিলবে সব তথ্য


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)-এর উদ্যোগে তিন দিনব্যাপী হজ ও ওমরাহ ফেয়ার আগামী বৃহস্পতিবার (১৪ আগস্ট) শুরু হচ্ছে। রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এই মেলা চলবে ১৬ আগস্ট পর্যন্ত।

এ উপলক্ষে মঙ্গলবার (১২ আগস্ট) রাজধানীর হোটেল ভিক্টোরীতে সংবাদ সম্মেলনের আয়োজন করে হাব। হজ ও ওমরাহ ফেয়ার উপলক্ষে গৃহীত উদ্যোগ এবং হজযাত্রীদের জন্য প্রাসঙ্গিক তথ্য জনসাধারণের কাছে পৌঁছে দিতে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে হাব সভাপতি সৈয়দ গোলাম সারওয়ার বলেন, ‘বাংলাদেশে হজযাত্রীদের অধিকাংশই দেশের গ্রামীণ এলাকায় বাস করেন। বেশির ভাগ হজ ও ওমরা এজেন্সির কার্যক্রম ঢাকা-কেন্দ্রিক হলেও, এই মেলার মাধ্যমে দেশের সব হজ এজেন্সি ও হজযাত্রীদের মধ্যে পরিচিতি ও যোগাযোগের সুযোগ তৈরি হবে। হজ ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তি, সঠিক তথ্য এবং অসাধু ব্যক্তি ও মধ্যস্বত্বভোগীদের প্রভাব থেকে মুক্ত সেবা প্রদানের লক্ষ্যেই আমাদের এই আয়োজন।’

তিনি আরও বলেন, ‘হজ সংক্রান্ত যাবতীয় তথ্য, হজ ও ওমরাহর বিধিবিধান এবং সরকারি বেসরকারি উদ্যোগ সম্পর্কে হজ গমনেচ্ছুদের অবহিত করাই এই ফেয়ারের মূল উদ্দেশ্য।’

হাবের মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার বলেন, ‘ফেয়ারে আগত দর্শনার্থীরা বিভিন্ন হজ এজেন্সির প্যাকেজ ও প্রদত্ত সুবিধাদি যাচাই মধ্যস্বত্বভোগীর প্রভাব ছাড়াই সরাসরি বুকিং বা চুক্তি করতে পারবেন। পাশাপাশি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সহায়তা সম্পর্কেও হজ গমনেচ্ছুকগণ তথ্য পাবেন।’

তিনি জানান, হজ ব্যবস্থাপনা একটি বহু অংশীজননির্ভর কার্যক্রম। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও হাব দীর্ঘদিনের যে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে লেনদেন করে, তারা দায়িত্বশীল ও বিশ্বস্তভাবে হজযাত্রীদের সেবা প্রদান করে থাকে। এ বিষয়ে ধারণা দেওয়ার প্রচেষ্টাও থাকবে মেলায়।

হাব জানায়, অতীতে হজ ব্যবস্থাপনায় নানা অনিয়ম ও অব্যবস্থাপনা থাকলেও বর্তমান সরকার ও হাবের যৌথ প্রচেষ্টায় আমূল পরিবর্তন এসেছে, ফিরেছে শৃঙ্খলা। ফলে হজযাত্রীদের দুর্ভোগ অনেকটাই কমেছে। এই ধারা অব্যাহত রেখে, ভবিষ্যতে আরও উন্নত ও সুশৃঙ্খল হজ ব্যবস্থাপনার লক্ষ্যে সরকার ও হাব যৌথভাবে কাজ করছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন হাবের সিনিয়র সহ-সভাপতি শামীম সাঈদী, সহ-সভাপতি হাফেজ নূর মোহাম্মদ, যুগ্ম-মহাসচিব মোহাম্মদ জাফর উদ্দিন, অর্থ সচিব আবদুল হামিদ, জনসংযোগ সচিব হাফেজ জাহিদ আলম ও সাংস্কৃতিক সচিব মোহাম্মদ কাউসার উদ্দিনসহ কার্যনির্বাহী কমিটি ও জোন কমিটির সদস্যগণ।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ