বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫ ।। ১৬ আশ্বিন ১৪৩২ ।। ১০ রবিউস সানি ১৪৪৭

শিরোনাম :
ভারতে ড. ইউনূসকে অসুররূপে উপস্থাপন অশোভন: ধর্ম উপদেষ্টা . বাংলাদেশ খেলাফত মজলিসের মিডিয়া সেলের বৈঠক  ড. ইউনুসের নেতৃত্বেই ফেব্রুয়ারিতে নির্বাচন হবে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান  খুলনা-৩ আসনে হাতপাখার প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির বৈঠক ইসলামি রাষ্ট্র দর্শনে জনগণকে উদ্বুদ্ধ করতে হবে: আজিজুল হক ইসলামাবাদী নেজামে ইসলাম পার্টির দাওয়াতি মাসের উদ্বোধন সিলেটে কওমি কনফারেন্স আগামীকাল আস-সুন্নাহর পুঁজিতে সেলুন ব্যবসায় সাবলম্বী হওয়া নওমুসলিম মুজাহিদের গল্প ইসলামী যুব আন্দোলনের দাওয়াতি মাস উদ্বোধন ফরিদাবাদ মাদরাসায় ২০১৯ ব্যাচের ছাত্রদের মিলনমেলা ৪ অক্টোবর

ফেদায়ে মিল্লাত ফাউন্ডেশনের পরামর্শ সভা ও আন্তর্জাতিক সেমিনার আয়োজনের ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আজ শুক্রবার (১৮ জুলাই)ফেদায়ে মিল্লাত ফাউন্ডেশনের পরামর্শ সভা রাজধানী ঢাকার উত্তরাস্থ স্টিলামুন হাউজে ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা মাসরুর আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন, ফাউন্ডেশনের উপদেষ্টা আলহাজ্ব মোশাররফ হোসেন বাবু,মাকতাবাতুল আমজাদের সত্ত্বাধিকারী ও ফাউন্ডেশনের উপদেষ্টা মাওলানা খোরশেদ আলম আমজাদী, মাওলানা গোলাম মাওলা কাসেমী , মুফতি ইমরানুল বারী সিরাজী প্রমুখ।

সমাজসেবীদের অংশগ্রহণে আগামী দিনের দিশা নিয়ে লন্ডন থেকে ভার্চুয়ালীভাবে গঠনমূলক আলোচনা করেন ফেদায়ে মিল্লাত ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মাওলানা শাহ মাশুকুর রশিদ ও মাওলানা আহমাদ কবির।  

সভায় আগামী অক্টোবরে মাসে ঢাকায় ভারতের দারুল উলুম দেওবন্দের চিন্তা ও চেতনা নিয়ে একটি আন্তর্জাতিক সেমিনার করার সিদ্ধান্ত গৃহীত হয় ।

উক্ত সেমিনারে উপমহাদেশের প্রথিতযশা দেওবন্দী আলেমগণ ভারত, পাকিস্তান ,নেপাল, যুক্তরাজ্যও যুক্তরাষ্ট্র থেকে অংশগ্রহণ করবেন বলে আশা করা যাচ্ছে।

সেমিনারে মূল আলোচনার বিষয় হবে:  
 উলামায়ে দেওবন্দের সাম্প্রদায়িক সম্প্রীতির আহ্বান।  
 ইসলামি শিক্ষা ও আন্দোলনে দেওবন্দের ঐতিহাসিক ভূমিকা।
আধুনিক চ্যালেঞ্জ মোকাবেলায় দেওবন্দী দর্শনের প্রাসঙ্গিকতা।  

ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা মাসরুর আহমদ বলেন,দেওবন্দের তাওহিদ, আখলাক ও একতা ভিত্তিক চেতনাই মুসলিম উম্মাহর কল্যাণের পথ। ফেদায়ে মিল্লাত মাওলানা সাইয়েদ‌ আস‘আদ মাদানী রহ. ছিলেন এই চেতনার অগ্রসেনানী। তার আদর্শ নতুন প্রজন্মের সামনে তুলে ধরা সময়ের দাবি।

সেমিনার সফল করার জন্য দেশ-বিদেশের ইসলামপন্থী চিন্তাবিদ, গবেষক ও আলেমদের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়েছে।

উল্লেখ্য, আমিরুল হিন্দ ফেদায়ে মিল্লাত মাওলানা সাইয়েদ আস‘আদ মাদানী রহ. ছিলেন উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ ইসলামি নেতা, ভারতীয় জমিয়তে উলামায়ে হিন্দ-এর সাবেক সভাপতি এবং “ফেদায়ে মিল্লাত” উপাধিতে ভূষিত এক অপ্রতিদ্বন্দ্বী আলেম। তিনি দারুল উলুম দেওবন্দের শিক্ষক, রাজনীতিক, প্রাজ্ঞ সংগঠক ও ভারতীয় মুসলমানদের অধিকার রক্ষার বলিষ্ঠ কণ্ঠস্বর ছিলেন।  

তার নেতৃত্বে ভারতের মুসলমানরা ঐক্যবদ্ধ থেকেছে, এবং আন্তর্জাতিক অঙ্গনেও তিনি ইসলামের উদার, দীপ্ত ও প্রজ্ঞাপূর্ণ ভাবমূর্তি তুলে ধরেছেন।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ