বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫ ।। ১৬ আশ্বিন ১৪৩২ ।। ১০ রবিউস সানি ১৪৪৭

শিরোনাম :
ভারতে ড. ইউনূসকে অসুররূপে উপস্থাপন অশোভন: ধর্ম উপদেষ্টা . বাংলাদেশ খেলাফত মজলিসের মিডিয়া সেলের বৈঠক  ড. ইউনুসের নেতৃত্বেই ফেব্রুয়ারিতে নির্বাচন হবে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান  খুলনা-৩ আসনে হাতপাখার প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির বৈঠক ইসলামি রাষ্ট্র দর্শনে জনগণকে উদ্বুদ্ধ করতে হবে: আজিজুল হক ইসলামাবাদী নেজামে ইসলাম পার্টির দাওয়াতি মাসের উদ্বোধন সিলেটে কওমি কনফারেন্স আগামীকাল আস-সুন্নাহর পুঁজিতে সেলুন ব্যবসায় সাবলম্বী হওয়া নওমুসলিম মুজাহিদের গল্প ইসলামী যুব আন্দোলনের দাওয়াতি মাস উদ্বোধন ফরিদাবাদ মাদরাসায় ২০১৯ ব্যাচের ছাত্রদের মিলনমেলা ৪ অক্টোবর

দীঘিনালায় জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সম্মেলন


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

খাগড়াছড়ি জেলার দীঘিনালায় জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (১৩ জুন) বিকাল ৪টায় দীঘিনালা সেলফি রেস্টুরেন্টে পবিত্র কুরআন তেলাওয়াত এর মাধ্যমে এই সম্মেলন শুরু হয় ।

হাফেজ মাওলানা মুফতি ইদ্রিস আল আজিজীর সভাপতিত্বে ও মাওলানা দেলোয়ার হোসেনের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি মাওলানা মুফতি ইমাম উদ্দিন কাশেমী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিষদের জেলা সাধারণ সম্পাদক মাওলানা নুরুল কবির আরমান ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হাফেজ  মাওলানা দেলোয়ার হোসেন।

প্রধান অতিথি মাওলানা মুফতি ইমাম উদ্দিন কাশেমী বলেন, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ শুধু একটি সংগঠন নয়, বরং এটি একটি আদর্শ ও দায়িত্বশীল প্ল্যাটফর্ম। দীঘিনালার এই সম্মেলন প্রমাণ করে যে ওলামায়ে কেরাম একত্রিত হলে সমাজে শান্তি, সম্প্রীতি ও ধর্মীয় সচেতনতা প্রতিষ্ঠা সম্ভব। আমি আশা করি এই নবগঠিত কমিটি দীঘিনালায় দ্বীন প্রচার, ইমামদের অধিকার সংরক্ষণ এবং সমাজ সংস্কারে অগ্রণী ভূমিকা  পালন করবে-। ইনশাআল্লাহ 

সম্মেলন শেষে জাতীয় ওলামাশয় আইম্মা পরিষদ দীঘিনালা উপজেলা শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়। 

কমিটির সভাপতি হলেন হাফেজ মাওলানা মুফতি ইদ্রিস আল আজিজী, সিনিয়র সহ-সভাপতি মাওলানা মাইনুদ্দিন, সাধারণ সম্পাদক মাওলানা আবদুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবদুল্লাহ আল মামুন ও  প্রচার সম্পাদক মাওলানা রবিউল।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ