রবিবার, ১০ আগস্ট ২০২৫ ।। ২৬ শ্রাবণ ১৪৩২ ।। ১৬ সফর ১৪৪৭

শিরোনাম :
গাজায় অনাহার-অপুষ্টিতে আরও ১১ জনের মৃত্যু, মৃত্যুর মিছিল থামছে না ইরানের হুমকিতে ট্রাম্পের পরিকল্পিত ককেশাস করিডর অনিশ্চিত আজ খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন ‘সকালের ক্লান্তি মানে শুধু ঘুম কম না, বরং শরীর কিছু বলার চেষ্টা করছে’ মালয়েশিয়ায় ফিলিস্তিনের পক্ষে সংহতি সমাবেশ, যোগ দিলেন জমিয়ত নেতা ড. শোয়াইব সুনামগঞ্জে খেলাফত মজলিসের ষান্মাসিক শুরা অধিবেশন 'শাপলা শহীদ গার্ডিয়ান ফোরাম' গঠনে সুধী মতবিনিময় সভা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আহলে হাদীস যুব সংঘের কমিটি গঠন বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলন উত্তরা পশ্চিম থানা আহবায়ক কমিটির গঠন বাংলাদেশ জাতীয় ইমাম কাউন্সিল এর আত্মপ্রকাশ

দীঘিনালায় জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সম্মেলন


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

খাগড়াছড়ি জেলার দীঘিনালায় জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (১৩ জুন) বিকাল ৪টায় দীঘিনালা সেলফি রেস্টুরেন্টে পবিত্র কুরআন তেলাওয়াত এর মাধ্যমে এই সম্মেলন শুরু হয় ।

হাফেজ মাওলানা মুফতি ইদ্রিস আল আজিজীর সভাপতিত্বে ও মাওলানা দেলোয়ার হোসেনের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি মাওলানা মুফতি ইমাম উদ্দিন কাশেমী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিষদের জেলা সাধারণ সম্পাদক মাওলানা নুরুল কবির আরমান ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হাফেজ  মাওলানা দেলোয়ার হোসেন।

প্রধান অতিথি মাওলানা মুফতি ইমাম উদ্দিন কাশেমী বলেন, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ শুধু একটি সংগঠন নয়, বরং এটি একটি আদর্শ ও দায়িত্বশীল প্ল্যাটফর্ম। দীঘিনালার এই সম্মেলন প্রমাণ করে যে ওলামায়ে কেরাম একত্রিত হলে সমাজে শান্তি, সম্প্রীতি ও ধর্মীয় সচেতনতা প্রতিষ্ঠা সম্ভব। আমি আশা করি এই নবগঠিত কমিটি দীঘিনালায় দ্বীন প্রচার, ইমামদের অধিকার সংরক্ষণ এবং সমাজ সংস্কারে অগ্রণী ভূমিকা  পালন করবে-। ইনশাআল্লাহ 

সম্মেলন শেষে জাতীয় ওলামাশয় আইম্মা পরিষদ দীঘিনালা উপজেলা শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়। 

কমিটির সভাপতি হলেন হাফেজ মাওলানা মুফতি ইদ্রিস আল আজিজী, সিনিয়র সহ-সভাপতি মাওলানা মাইনুদ্দিন, সাধারণ সম্পাদক মাওলানা আবদুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবদুল্লাহ আল মামুন ও  প্রচার সম্পাদক মাওলানা রবিউল।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ