বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫ ।। ১৬ আশ্বিন ১৪৩২ ।। ১০ রবিউস সানি ১৪৪৭

শিরোনাম :
ভারতে ড. ইউনূসকে অসুররূপে উপস্থাপন অশোভন: ধর্ম উপদেষ্টা . বাংলাদেশ খেলাফত মজলিসের মিডিয়া সেলের বৈঠক  ড. ইউনুসের নেতৃত্বেই ফেব্রুয়ারিতে নির্বাচন হবে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান  খুলনা-৩ আসনে হাতপাখার প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির বৈঠক ইসলামি রাষ্ট্র দর্শনে জনগণকে উদ্বুদ্ধ করতে হবে: আজিজুল হক ইসলামাবাদী নেজামে ইসলাম পার্টির দাওয়াতি মাসের উদ্বোধন সিলেটে কওমি কনফারেন্স আগামীকাল আস-সুন্নাহর পুঁজিতে সেলুন ব্যবসায় সাবলম্বী হওয়া নওমুসলিম মুজাহিদের গল্প ইসলামী যুব আন্দোলনের দাওয়াতি মাস উদ্বোধন ফরিদাবাদ মাদরাসায় ২০১৯ ব্যাচের ছাত্রদের মিলনমেলা ৪ অক্টোবর

রামপুরায় ‘ভাংতিদান উৎসাহ কর্মসূচি’ ২৯ মে


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

যাপিত জীবনে অনেক সময়ই টাকার ভাংতি না থাকায় মানুষকে বিড়ম্বনায় পড়তে হয়। রিকশা ভাড়া, দোকানে কেনাকাটা কিংবা জরুরি প্রয়োজনে বড় নোট খুচরা করতে গিয়ে নানা সমস্যার মুখোমুখি হন সাধারণ মানুষ। এই বাস্তবতা বিবেচনায় ভাংতি ব্যবস্থাকে সহজ করতে আয়োজন করা হচ্ছে ব্যতিক্রমধর্মী এক কর্মসূচি—‘ভাংতিদান উৎসাহ কর্মসূচি’। 
‘গড়ব সমাজ মিলেমিশে, ভাংতি দিতে ভয় কিসে’—এই স্লোগান ধারণ করে আগামীকাল ২৯ মে রামপুরা বাজার এলাকায় এ কর্মসূচি পালিত হবে। উদ্যোগটির আয়োজক আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম এবং সহযোগিতায় রয়েছে ফাতেমাতুযযাহরা (রা.) মহিলা মাদরাসা, রামপুরা। 

কর্মসূচির আহ্বায়ক হুমায়ুন আইয়ুব বলেন, আমাদের যাপিত জীবনে নানা সময় নানা জিনিসের প্রয়োজন হয়। তার মধ্যে ভাঙতিও একটি গুরুত্বপূর্ণ বিষয়। অনেক সময় বড় নোট খুচরা করতে হয়, আবার কখনো ছোট নোটগুলোকে বড় নোটে রূপান্তর করতে হয়। কিন্তু আশপাশের কেউ ভাঙতি দিতে না চাইলে সাধারণ মানুষ সমস্যায় পড়ে। এই মানসিকতা পরিবর্তনের লক্ষ্যে আমাদের এ আয়োজন।

এই কর্মসূচিতে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দেশের খ্যাতনামা কয়েকজন আলেম। এর মধ্যে রয়েছেন- মাওলানা মাহফুজুল হক কাসেমী, মাওলানা মুহাম্মদ যাইনুল আবিদীন, মাওলানা মাহমুদ জাকির, ইশতিয়াক মু. আল আমিন, কবি মুনীরুল ইসলাম, মাওলানা জামিল আহমাদ ও মাওলানা নুরুল আলম ইসহাকী। 

আয়োজকরা আশা করছেন, এই উদ্যোগ মানুষকে ভাংতি লেনদেনে সহযোগিতার মানসিকতা গঠনে ভূমিকা রাখবে এবং সমাজে পারস্পরিক সহানুভূতির চর্চা বাড়াবে।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ