বৃহস্পতিবার, ০৭ আগস্ট ২০২৫ ।। ২৩ শ্রাবণ ১৪৩২ ।। ১৩ সফর ১৪৪৭

শিরোনাম :
মানবাধিকার কমিশনের চুক্তি বাতিলের দাবিতে খুলনা জেলা প্রশাসকের কাছে জমিয়তের স্মারকলিপি কাশ্মির নিয়ে লেখা ২৫ বই নিষিদ্ধ করল ভারত টাঙ্গাইলে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে লন্ডনে ইউকে জমিয়তের আলোচনা সভা সুনামগঞ্জে শিক্ষার্থীদের সড়ক অবরোধ: বাসের লাইসেন্স ও ফিটনেস যাচাই মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিন ৫ দিনের রিমান্ডে নির্বাচনের মাধ্যমে চূড়ান্ত বিজয় অর্জিত হবে: গয়েশ্বর চন্দ্র রায় মানবাধিকার কমিশনের চুক্তি বাতিলের দাবিতে কুমিল্লা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি জমিয়তের ৫ আগস্টের বিজয় একক কোনো দলের পক্ষে সম্ভব ছিল না : তারেক রহমান গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে সিডনি ও মেলবোর্নে নানা আয়োজন

আফটার স্কুল মাকতাব পাঠাগার-এর শুভ উদ্বোধন ও বই প্রদর্শনী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ডিভাইস মুক্ত, বইমুখী একটি সুস্থ প্রজন্ম গড়ার প্রত্যয়ে দারুল আরকাম ইনস্টিটিউট "আফটার স্কুল মাকতাব" পাঠাগারের উদ্বোধন করেছে। গত ১৭ মে সোমবার কিশোরগঞ্জে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয় এই পাঠাগার এবং দুই দিনব্যাপী বই প্রদর্শনী।

দারুল আরকাম ইনস্টিটিউট ও আফটার স্কুল মাকতাব বাংলাদেশ-এর পরিচালক মাওলানা মুহাম্মাদ আব্দুল কাইয়ুম উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, “নতুন প্রজন্মকে দ্বীনি শিক্ষা এবং জ্ঞানের আলোতে উদ্ভাসিত করতে 'আফটার স্কুল মাকতাব পাঠাগার' কার্যক্রম শুরু করা হয়েছে। আমাদের লক্ষ্য হলো, প্রতিটি আফটার স্কুল মাকতাবে সমৃদ্ধ পাঠাগার প্রতিষ্ঠা করা, যাতে শিক্ষার্থীরা তাদের দ্বীনি জ্ঞান অর্জন করতে পারে।”

তিনি আরও বলেন, "বিগত দুই দিনব্যাপী এই অনুষ্ঠানে শিক্ষার্থীরা ও অভিভাবকরা বইমুখী হয়ে ওঠে। ছিল উদ্বোধনী অনুষ্ঠান, বই প্রদর্শনী, শিক্ষার্থীদের জন্য মোটিভেশনাল স্পিচ, কুরআন-হাদিসের গল্প, নবী-রাসূলদের জীবনী, সিরাত, ইতিহাস, বিজ্ঞান, আদব-আখলাক এবং শিষ্টাচারের ওপর আকর্ষণীয় বইয়ের প্রদর্শনী।"

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মুহাম্মাদ আব্দুল কাইয়ুম, সহকারী পরিচালক মাওলানা আকরাম খন্দকার, কিশোরগঞ্জ সদর ইমাম-উলামা পরিষদের সেক্রেটারি মুফতী ইলিয়াস কাসেমী, বিশিষ্ট আলেমে দ্বীন, কবি ও লেখক মাওলানা সাইফ সিরাজ হাফিজাহুল্লাহ, তরুণ আলেম মাওলানা আব্দুর রহমান এবং মাওলানা কে এম নাজিমুদ্দিন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন মাদরাসার মুহতামিমগণ, সহশিক্ষক ও ছাত্র-ছাত্রীরা। শিক্ষার্থীরা এবং তাদের অভিভাবকরা বই প্রদর্শনীতে অংশগ্রহণ করে এবং জ্ঞানের প্রতি তাদের আগ্রহ প্রকাশ করেন। বইয়ের প্রতি তাদের উচ্ছ্বাস দেখে আয়োজকরা মুগ্ধ হয়েছেন এবং আলোকিত প্রজন্ম গঠনের জন্য দৃঢ় সংকল্প প্রকাশ করেন।

মাওলানা আব্দুল কাইয়ুম বলেন, “আমরা আশা করছি, আফটার স্কুল মাকতাব পাঠাগার দেশের প্রতিটি অঞ্চলে ছড়িয়ে যাবে এবং একটি বইমুখী প্রজন্ম গড়ে উঠবে। এই কাজটি আমাদের একমাত্র লক্ষ্য এবং প্রত্যয়ে সম্পন্ন হবে ইনশাআল্লাহ।”

এই উদ্যোগের অংশ হিসেবে ‘আফটার স্কুল মাকতাব’ দেশের প্রতিটি অঞ্চলে আধুনিক শিক্ষার সাথে দ্বীনি শিক্ষা প্রদান করবে, এবং বইমুখী সমাজ গঠনের জন্য এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ