বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫ ।। ১৬ আশ্বিন ১৪৩২ ।। ১০ রবিউস সানি ১৪৪৭

শিরোনাম :
ভারতে ড. ইউনূসকে অসুররূপে উপস্থাপন অশোভন: ধর্ম উপদেষ্টা . বাংলাদেশ খেলাফত মজলিসের মিডিয়া সেলের বৈঠক  ড. ইউনুসের নেতৃত্বেই ফেব্রুয়ারিতে নির্বাচন হবে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান  খুলনা-৩ আসনে হাতপাখার প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির বৈঠক ইসলামি রাষ্ট্র দর্শনে জনগণকে উদ্বুদ্ধ করতে হবে: আজিজুল হক ইসলামাবাদী নেজামে ইসলাম পার্টির দাওয়াতি মাসের উদ্বোধন সিলেটে কওমি কনফারেন্স আগামীকাল আস-সুন্নাহর পুঁজিতে সেলুন ব্যবসায় সাবলম্বী হওয়া নওমুসলিম মুজাহিদের গল্প ইসলামী যুব আন্দোলনের দাওয়াতি মাস উদ্বোধন ফরিদাবাদ মাদরাসায় ২০১৯ ব্যাচের ছাত্রদের মিলনমেলা ৪ অক্টোবর

পারিবারিক সচেতনতা ও সুরক্ষায় কাজ করতে ‘ফ্যামিলি এইড প্রকল্প'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নারী ও শিশু অধিকার, পারিবারিক বন্ধন, দাম্পত্য সহিংসতা ও পারিবারিক সুরক্ষা বিষয়ে কাজ করার লক্ষ্যে বাংলাদেশ ইসলামিক ল' রিসার্চ অ্যান্ড লিগ্যাল এইড সেন্টারের সামাজিক প্রকল্প ‘ফ্যামিলি এইড' -এর কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (১০ মে) বেলা ১১টায় রাজধানীর পুরানা পল্টনের নোয়াখালী টাওয়ারের সংস্থাটির কার্যালয়ে এই সংবাদ সম্মেলন হয়।

অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন ফ্যামিলি এইডের সহকারী প্রকল্প পরিচালক মারদিয়া মমতাজ। প্রকল্পের উদ্দেশ্য, কর্মপদ্ধতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন অ্যাডমিন ও লিগ্যাল কনসাল্টেন্ট ফাইজা তাবাসসুম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেখক জিয়াউল হক, চেয়ারম্যান (একাডেমি টুয়েন্টি ওয়ান), মোস্তফা মানজুর, সহকারী অধ্যাপক, ইসলামিক স্টাডিজ বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ রুহুল আমীন রাব্বানী, সাবেক চেয়ারম্যান, ইসলামিক স্টাডিজ বিভাগ, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং সহকারী ক্লিনিকাল সাইকোলজিস্ট সুমাইয়া তাসনিম। অতিথিরা তাদের বক্তব্যে পরিবারব্যবস্থায় মূল্যবোধ, নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতার ওপর আলোকপাত করেন।

এছাড়াও ফ্যামিলি এইডের সঙ্গে মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ড (MOU) সম্পাদনকারী বিভিন্ন অংশীদার প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও বক্তব্য দেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে সাংবাদিকদের প্রশ্নোত্তর পর্বে ফ্যামিলি এইডের টিম মেম্বাররা অংশগ্রহণ করেন। ধন্যবাদ জ্ঞাপন করেন ফ্যামিলি এইড প্রকল্পের পরিচালক এবং বাংলাদেশ ইসলামিক ল' রিসার্চ অ্যান্ড লিগ্যাল এইড সেন্টার (BILRC) এর নির্বাহী পরিচালক শহীদুল ইসলাম।

আয়োজকরা জানান, এই প্রকল্পের মাধ্যমে সমাজে পরিবারকেন্দ্রিক সচেতনতা, পারিবারিক সম্পর্ক দৃঢ়করণ এবং সুরক্ষা ব্যবস্থাকে জোরদার করার প্রচেষ্টা চালানোর জন্য দেশব্যাপী বহুমুখী কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ