বৃহস্পতিবার, ০৭ আগস্ট ২০২৫ ।। ২৩ শ্রাবণ ১৪৩২ ।। ১৩ সফর ১৪৪৭

শিরোনাম :
মানবাধিকার কমিশনের চুক্তি বাতিলের দাবিতে খুলনা জেলা প্রশাসকের কাছে জমিয়তের স্মারকলিপি কাশ্মির নিয়ে লেখা ২৫ বই নিষিদ্ধ করল ভারত টাঙ্গাইলে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে লন্ডনে ইউকে জমিয়তের আলোচনা সভা সুনামগঞ্জে শিক্ষার্থীদের সড়ক অবরোধ: বাসের লাইসেন্স ও ফিটনেস যাচাই মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিন ৫ দিনের রিমান্ডে নির্বাচনের মাধ্যমে চূড়ান্ত বিজয় অর্জিত হবে: গয়েশ্বর চন্দ্র রায় মানবাধিকার কমিশনের চুক্তি বাতিলের দাবিতে কুমিল্লা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি জমিয়তের ৫ আগস্টের বিজয় একক কোনো দলের পক্ষে সম্ভব ছিল না : তারেক রহমান গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে সিডনি ও মেলবোর্নে নানা আয়োজন

রামপুরায় আয়োজন করা হচ্ছে ‘ভাঙতিদান উৎসাহ কর্মসূচি’ 


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

যাপিত জীবনে অনেক সময়ই টাকার ভাঙতি না থাকায় মানুষকে বিড়ম্বনায় পড়তে হয়। রিকশা ভাড়া, দোকানে কেনাকাটা কিংবা জরুরি প্রয়োজনে বড় নোট খুচরা করতে গিয়ে নানা সমস্যার মুখোমুখি হন সাধারণ মানুষ। এই বাস্তবতা বিবেচনায় ভাঙতি ব্যবস্থাকে সহজ করতে আয়োজন করা হচ্ছে ব্যতিক্রমধর্মী এক কর্মসূচি—‘ভাঙতিদান উৎসাহ কর্মসূচি’। 
‘গড়ব সমাজ মিলেমিশে, ভাঙতি দিতে ভয় কিসে’—এই স্লোগান ধারণ করে আগামী ৯ মে রামপুরা বাজার এলাকায় এ কর্মসূচি পালিত হবে। উদ্যোগটির আয়োজক আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম এবং সহযোগিতায় রয়েছে ফাতেমাতুযযাহরা (রা.) মহিলা মাদরাসা, রামপুরা। 
কর্মসূচির আহ্বায়ক হুমায়ুন আইয়ুব বলেন, আমাদের যাপিত জীবনে নানা সময় নানা জিনিসের প্রয়োজন হয়। তার মধ্যে ভাঙতিও একটি গুরুত্বপূর্ণ বিষয়। অনেক সময় বড় নোট খুচরা করতে হয়, আবার কখনো ছোট নোটগুলোকে বড় নোটে রূপান্তর করতে হয়। কিন্তু আশপাশের কেউ ভাঙতি দিতে না চাইলে সাধারণ মানুষ সমস্যায় পড়ে। এই মানসিকতা পরিবর্তনের লক্ষ্যে আমাদের এ আয়োজন।
এই কর্মসূচিতে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দেশের খ্যাতনামা আলেম কয়েকজন আলেম। এর মধ্যে রয়েছেন- মাওলানা মাহফুজুল হক কাসেমী, মাওলানা মুহাম্মদ যাইনুল আবিদীন, মুফতি হাফিজ্জুদ্দীন, মাওলানা মাহমুদ জাকির, ইশতিয়াক মু. আল আমিন, কবি মুনীরুল ইসলাম, মাওলানা জামিল আহমাদ ও মাওলানা নুরুল আলম ইসহাকী। 
আয়োজকরা আশা করছেন, এই উদ্যোগ মানুষকে ভাঙতি লেনদেনে সহযোগিতার মানসিকতা গঠনে ভূমিকা রাখবে এবং সমাজে পারস্পরিক সহানুভূতির চর্চা বাড়াবে।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ