বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫ ।। ১৬ আশ্বিন ১৪৩২ ।। ১০ রবিউস সানি ১৪৪৭

শিরোনাম :
ভারতে ড. ইউনূসকে অসুররূপে উপস্থাপন অশোভন: ধর্ম উপদেষ্টা . বাংলাদেশ খেলাফত মজলিসের মিডিয়া সেলের বৈঠক  ড. ইউনুসের নেতৃত্বেই ফেব্রুয়ারিতে নির্বাচন হবে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান  খুলনা-৩ আসনে হাতপাখার প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির বৈঠক ইসলামি রাষ্ট্র দর্শনে জনগণকে উদ্বুদ্ধ করতে হবে: আজিজুল হক ইসলামাবাদী নেজামে ইসলাম পার্টির দাওয়াতি মাসের উদ্বোধন সিলেটে কওমি কনফারেন্স আগামীকাল আস-সুন্নাহর পুঁজিতে সেলুন ব্যবসায় সাবলম্বী হওয়া নওমুসলিম মুজাহিদের গল্প ইসলামী যুব আন্দোলনের দাওয়াতি মাস উদ্বোধন ফরিদাবাদ মাদরাসায় ২০১৯ ব্যাচের ছাত্রদের মিলনমেলা ৪ অক্টোবর

আল্লামা গহরপুরী রহ.-এর বাড়ির মসজিদের পুনঃনির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দেশের বরেণ্য বুজুর্গ, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সাবেক সভাপতি শায়খুল হাদিস আল্লামা নূরউদ্দীন গহরপুরী রহ.-এর বাড়ির মসজিদটির পুনঃনির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। 

সিলেটের বালাগঞ্জ উপজেলার গহরপুর এলাকার মোল্লাপাড়ায় ‘আল্লামা নূরউদ্দীন রহ. মসজিদ মোল্লাপাড়া’ -এর পুনঃনির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় বৃহস্পতিবার বিকেলে। এ সময় স্থানীয় আলেম-উলামা, জামিয়া গহরপুরের আসাতিযা ও মোল্লাপাড়ার মুসল্লিয়ানে কেরাম উপস্থিত ছিলেন। 

আল্লামা হাফিজ নূরউদ্দীন আহমদ গহরপুরী রহ.-এর মাকবারার পাশে অবস্থিত মসজিদটির পুনঃনির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন খলিফায়ে গহরপুরী হজরত মাওলানা শফিকুল হক সুরইঘাটী (হাফিজাহুল্লাহ)।

উপস্থিত ছিলেন সাহেবজাদায়ে গহরপুরী ও বেফাকের সহসভাপতি মাওলানা হাফিজ মুসলেহুদ্দীন গহরপুরী, জামিয়া গহরপুরের শায়খুল হাসীস মাওলানা আব্দুল হাই উমরপুরী, মুফতি আনোয়ার হোসাইন শরীয়তপুরী. মুফতি আব্দুল্লাহ সাহেব, মাওলানা মুজিবুর রহমান সারিঘাটী, মাওলানা আব্দুল কাইয়ুম হাজীপুরী, মসজিদের মুতাওয়াল্লি মুফতি মিসবাহুদ্দীন শাহনাজসহ জামিয়া গহরপুরের শিক্ষকবৃন্দ, স্থানীয় আলেম-উলামা, মোল্লাপাড়া ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও যুবসমাজের সদস্যরা। 

উদ্বোধন শেষে মসজিদের উন্নয়নসহ দেশ জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করেন মাওলানা শফিকুল হক সুরইঘাটী। 

প্রসঙ্গত, দেশের প্রখ্যাত বুজুর্গ আলেম ও শায়খুল হাদিস ছিলেন আল্লামা গহরপুরী রহ.। তিনি বেফাকের প্রায় নয় বছরের সভাপতি ছিলেন। বেফাকের উন্নয়ন-অগ্রগতির অনেক কিছু তাঁর সময়ে হয়। তিনি ২০০৬ সালে ইন্তেকাল করেন।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ