বৃহস্পতিবার, ০৭ আগস্ট ২০২৫ ।। ২৩ শ্রাবণ ১৪৩২ ।। ১৩ সফর ১৪৪৭

শিরোনাম :
মানবাধিকার কমিশনের চুক্তি বাতিলের দাবিতে খুলনা জেলা প্রশাসকের কাছে জমিয়তের স্মারকলিপি কাশ্মির নিয়ে লেখা ২৫ বই নিষিদ্ধ করল ভারত টাঙ্গাইলে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে লন্ডনে ইউকে জমিয়তের আলোচনা সভা সুনামগঞ্জে শিক্ষার্থীদের সড়ক অবরোধ: বাসের লাইসেন্স ও ফিটনেস যাচাই মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিন ৫ দিনের রিমান্ডে নির্বাচনের মাধ্যমে চূড়ান্ত বিজয় অর্জিত হবে: গয়েশ্বর চন্দ্র রায় মানবাধিকার কমিশনের চুক্তি বাতিলের দাবিতে কুমিল্লা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি জমিয়তের ৫ আগস্টের বিজয় একক কোনো দলের পক্ষে সম্ভব ছিল না : তারেক রহমান গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে সিডনি ও মেলবোর্নে নানা আয়োজন

সীরাতকেন্দ্রের ব্যতিক্রমী আয়োজন ‘দরসে সীরাহ’


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

বিভাগীয় শহর ময়মনসিংহ থেকে পরিচালিত সীরাত চর্চা ও গবেষণার প্রতিষ্ঠান ‘সীরাতকেন্দ্র’ এবার সীরাতের একাডেমিক চর্চার আয়োজন করেছে। সীরাতুন্নবী সা.-এর চর্চা ও একাডেমিক পাঠ আরও ব্যাপক ও বেগবান করার লক্ষে ‘দরসে সিরাহ’ কোর্স চালু করেছে। সেখানে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুরভিত জীবন ও উসওয়ায়ে হাসানার সুবিন্যস্ত পাঠ দেওয়া হবে। 

সীরাতকেন্দ্রের পরিচালক মুফতি আমীর ইবনে আহমদ জানান, এক বছর মেয়াদী একটি এবং তিন মাসব্যাপী দুটি কোর্সের আয়োজন করা হয়েছে। এক বছর মেয়াদী কোর্স কওমি মাদরাসার জালালাইন, মিশকাত, দাওরা, ইফতা, দাওয়াহ, তাফসির ও আদবের শিক্ষার্থীদের জন্য। সপ্তাহে একদিন দরস। বৃহস্পতি বা শুক্রবার। 

আর তিন মাস মেয়াদী দুটি কোর্সের মধ্যে প্রথম কোর্সটি ইমাম, খতিব, কওমি মাদরাসার সদ্য ফারেগিন ও তরুণ আলেমদের জন্য। সপ্তাহের একদিন বৃহস্পতি বা শুক্রবার দারস হবে। 
আর তিন মাসব্যাপী আরেকটি কোর্সের আয়োজন করা হয়েছে জেনারেল শিক্ষিত, স্কুল-কলেজ ও আলিয়া মাদরাসার শিক্ষার্থীদের জন্য। সেখানেও ক্লাস হবে বৃহস্পতি কিংবা শুক্রবার। 

সব কোর্সেই দরস দেবেন সীরাত গবেষক, বিশেষজ্ঞ ও একাডেমিক অভিজ্ঞতাসম্পন্ন আলেমরা। 

ভর্তির ফরম ৫০ টাকা, ভর্তির ফি ৩০০ টাকা এবং মাসিক বেতন ২০০ টাকা। আগামী ২ মে শুক্রবার সকাল ১০টায় সীরাতকেন্দ্রের কার্যালয় ময়মনসিংহ শহরের ধোপাখলা মোড়ে উদ্বোধনী দরস হবে। দরস সম্পন্নকারী ও উত্তীর্ণদের জন্য পুরস্কারের ব্যবস্থা থাকবে। ভর্তি ও তথ্যের জন্য যোগাযোগ করুন: ০১৭১৫৯৪৩৮৯৫ নাম্বারে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ