বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫ ।। ১৬ আশ্বিন ১৪৩২ ।। ১০ রবিউস সানি ১৪৪৭

শিরোনাম :
ভারতে ড. ইউনূসকে অসুররূপে উপস্থাপন অশোভন: ধর্ম উপদেষ্টা . বাংলাদেশ খেলাফত মজলিসের মিডিয়া সেলের বৈঠক  ড. ইউনুসের নেতৃত্বেই ফেব্রুয়ারিতে নির্বাচন হবে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান  খুলনা-৩ আসনে হাতপাখার প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির বৈঠক ইসলামি রাষ্ট্র দর্শনে জনগণকে উদ্বুদ্ধ করতে হবে: আজিজুল হক ইসলামাবাদী নেজামে ইসলাম পার্টির দাওয়াতি মাসের উদ্বোধন সিলেটে কওমি কনফারেন্স আগামীকাল আস-সুন্নাহর পুঁজিতে সেলুন ব্যবসায় সাবলম্বী হওয়া নওমুসলিম মুজাহিদের গল্প ইসলামী যুব আন্দোলনের দাওয়াতি মাস উদ্বোধন ফরিদাবাদ মাদরাসায় ২০১৯ ব্যাচের ছাত্রদের মিলনমেলা ৪ অক্টোবর

শুরু হচ্ছে দ্বীনিয়াত নতুন কোর্স

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মকে ধর্মহীনতা থেকে রক্ষা করার অপূর্ব এক সহজ ব্যবস্থাপনার নাম দ্বীনিয়াত। স্কুল-কলেজ, ইউনিভার্সিটির শিক্ষার্থী ও বয়স্ক নারী-পুরুষ এবং সর্বস্তরের মুসলমানদের জন্য ইসলামের মৌলিক জ্ঞান অর্জনের অপূর্ব ব্যবস্থাপনা 'দ্বীনিয়াত'। যা বিশ্বের ৪০ টি দেশে, ২০টি ভাষায় চলমান। দ্বীনিয়াত সিলেবাসটি ২০০ জন বিজ্ঞ ওলামায়ে কেরাম ও শিশু মনোবিদদের দীর্ঘ গবেষণায় স্কুল শিক্ষার্থীদের জন্য উপযোগী করে রচিত।

সম্প্রতি ‘দ্বীনিয়াত’ এর কেন্দ্রীয় মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্সের নতুন ব্যাচের তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ৫ এপ্রিল ২০২৫ শুরু হচ্ছে দ্বীনিয়াতের নতুন কোর্স। চলবে ১০ এপ্রিল ২০২৫ পর্যন্ত।

কোর্সটি যাদের জন্য:

► দাওরা হাদীস পাশ ওলামা-মাশায়েখ

► আইম্মায়ে মাসাজিদ

►স্কুলের প্রিন্সিপাল

► ধর্মীয় শিক্ষক

কোর্স ফি: ২৫০০/-(আবাসিক)

প্রশিক্ষণের বিষয় সমূহঃ...

১. শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনার ১০টি Power Point Presentation

২. দ্বীনিয়াত সিলেবাসের নেযাম।

৩. দ্বীনিয়াত নেসাব।

৪. দ্বীনিয়াত সিলেবাসের পাঠদান পদ্ধতি।

৫. দ্বীনিয়াত সেন্টার নেগরানী।

৬. Child Psychology (শিশু মনোবিজ্ঞান)।

৭. আদর্শ শিক্ষকের গুণাবলি।

৮. ইসলামিক স্কুল প্রতিষ্ঠা ও পরিচালনা পদ্ধতি।

৯. ছাত্রদের বয়সভেদে পাঠদান পদ্ধতি।

ব্যক্তিগঠন ও আত্মোন্নয়ন

৪ দ্বীনিয়াত সেন্টার

প্রশিক্ষণ ছাড়া ডাক্তার আর প্রশিক্ষণ ছাড়া শিক্ষক উভয়ই ক্ষতিকর।

কোর্স বিষয়ে দ্বীনিয়াত চেয়ারম্যান মুফতি সালমান আহমাদ জানান, শুরু হচ্ছে মাদরাসা সমূহের নতুন শিক্ষাবর্ষ। নতুনভাবে অনেক নবীন ও তরুণ ওলামায়ে কেরাম শিক্ষক হিসেবে নিয়োগ পেয়ে যোগদান করবেন। আপনার উন্নতি ও অগ্রগতির জন্য আমাদের এই আয়োজন!

তিনি বলেন, আদর্শ শিক্ষক-আদর্শ পরিচালক-আদর্শ শিক্ষা পরিচালক-আদর্শ ইমাম-সর্বোপরি আদর্শ রাহবার হতে এবং উম্মতের সর্বস্তরের মানুষের মাঝে কুরআন ও মৌলিক দ্বীন শেখানোর খিদমতে আগ্রহী ওলামায়ে কেরামের জন্য এই আয়োজন! একটি প্রশিক্ষণ আপনার চিন্তা ও কর্মের বিস্তর সম্ভাবনার দুয়ার খুলে দিবে এবং কাজের নতুন নতুন দিগন্ত আপনার সামনে উন্মোচিত করে দিবে ইনশাআল্লাহ।

এসময় তিনি আহ্বান জানিয়ে বলেন, আসুন, ছুটির এই সময়টি কাজে লাগিয়ে ২০ টি ভাষায় অনূদিত হয়ে ৪০ এর অধিক দেশে চলমান আন্তর্জাতিক মানের সিলেবাস 'দ্বীনিয়াত' এর কেন্দ্রীয় মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করে নতুন উদ্যম ও নতুন উদ্যোগে জাতির সন্তানদের দ্বীনের মশালবাহী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে প্রশিক্ষণে অংশগ্রহণ করি।

যোগাযোগ : +8801852-074737। রেজিস্ট্রেশনের জন্য), +8801779-274845, +8801556-100200

যাতায়াত : বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যাত্রাবাড়ী/সাইনবোর্ড হয়ে তামিরুল মিল্লাত মহিলা মাদরাসার সামনে নেমে রফিকুল ইসলাম স্কুল এন্ড কলেজের গলি দিয়ে উত্তর দিকে হেঁটে বা রিকশাযোগে বসতবাড়ি, চান্দিনা গার্ডেন, আল-নূর এডুকেশন কমপ্লেক্স।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ