বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫ ।। ১৬ আশ্বিন ১৪৩২ ।। ১০ রবিউস সানি ১৪৪৭

শিরোনাম :
ভারতে ড. ইউনূসকে অসুররূপে উপস্থাপন অশোভন: ধর্ম উপদেষ্টা . বাংলাদেশ খেলাফত মজলিসের মিডিয়া সেলের বৈঠক  ড. ইউনুসের নেতৃত্বেই ফেব্রুয়ারিতে নির্বাচন হবে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান  খুলনা-৩ আসনে হাতপাখার প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির বৈঠক ইসলামি রাষ্ট্র দর্শনে জনগণকে উদ্বুদ্ধ করতে হবে: আজিজুল হক ইসলামাবাদী নেজামে ইসলাম পার্টির দাওয়াতি মাসের উদ্বোধন সিলেটে কওমি কনফারেন্স আগামীকাল আস-সুন্নাহর পুঁজিতে সেলুন ব্যবসায় সাবলম্বী হওয়া নওমুসলিম মুজাহিদের গল্প ইসলামী যুব আন্দোলনের দাওয়াতি মাস উদ্বোধন ফরিদাবাদ মাদরাসায় ২০১৯ ব্যাচের ছাত্রদের মিলনমেলা ৪ অক্টোবর

বন্যার্তদের পাশে ডাক্তার এস এম আলাউদ্দিন ফাউন্ডেশন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা, চট্টগামসহ বেশ কয়েকটি জেলা প্রবল বন্যায় বিপর্যস্ত।

দেশের কয়েকটি জেলায় ভয়াবহ বন্যায় অসহায় হয়ে পড়েছে বানভাসি মানুষ। ইতোমধ্যে বন্যার পানি ধীরে ধীরে নামতে শুরু করলেও এসব অঞ্চলে সংকট কাটেনি। এ পরিস্থিতিতে বিশুদ্ধ পানি, ওষুধ, খাবার খুব জরুরি। এই সংকটকালে আক্রান্তদের পাশে দাঁড়িয়েছেন দেশের মানুষ।

এমন পরিস্থিতিতে বন্যায় বিপন্ন জনপদে মানবিক সহায়তা পৌঁছে দিয়েছে ডাক্তার এস এম আলাউদ্দিন ফাউন্ডেশন। সংস্থাটির উদ্যোগে শুকনো খাবার, ওষুধ, ও রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। রোববার (১ সেপ্টেম্বর) নোয়াখালীর সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের ১৫০ পরিবারে ত্রাণ বিতরণ করা হয়। এছাড়া সোমবার (২ সেপ্টেম্বর) ৪০০ পরিবারে রান্না করা খাবার পৌঁছানো হয়েছে।

ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুফতি তানজিল আমির বলেন, সেনবাগের বন্যাদুর্গত এলাকায় রোববার আমরা ১৫০ জন মানুষের মাঝে চাল, ডাল, তেল, পেঁয়াজ, আলু বিস্কুট, চিনি, লবণ, মুড়ি, ওষুধসহ বিভিন্ন সামগ্রী বিতরণ করেছি। সোমবার কোম্পানীগঞ্জ ও সেনবাগের ৪০০ পরিবারে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। আগামীতে বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের বিধস্ত ঘরগুলোর সংস্কারেও আমরা সহায়তা করব ইনশাআল্লাহ। ইসলাহুল মুসলিমীন পরিষদ ও নুরুল ইসলাম ফাউন্ডেশনের সহায়তায় নোয়াখালী, লক্ষ্মীপুর ও ফেনীর বিভিন্ন এলাকায়ও ত্রাণ কার্যক্রম চলছে।

ডাক্তার এস এম আলাউদ্দিন ফাউন্ডেশনের পক্ষে ত্রাণ কার্যক্রম পরিচালনা করেন- নবীপুর মাজাহিরুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি ইমাম হোসেন, কাজী মুসলিম উদ্দিন, মো. আকবর হোসেন, তারেক আজিজ প্রমুখ।  

উল্লেখ্য, নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক মেডিকেল অফিসার ডাক্তার এস এম আলাউদ্দিনের নামে প্রতিষ্ঠিত এ ফাউন্ডেশনটি বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে থাকে। সংস্থাটির উদ্যোগে ২০১৭ সালে কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা শিবিরে শরণার্থীদের আশ্রয়ণ ও ২০২০ সালে করোনা মহামারীতেও ব্যাপক সহায়তা কার্যক্রম পরিচালিত হয়েছে।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ