বৃহস্পতিবার, ০৭ আগস্ট ২০২৫ ।। ২৩ শ্রাবণ ১৪৩২ ।। ১৩ সফর ১৪৪৭

শিরোনাম :
মানবাধিকার কমিশনের চুক্তি বাতিলের দাবিতে খুলনা জেলা প্রশাসকের কাছে জমিয়তের স্মারকলিপি কাশ্মির নিয়ে লেখা ২৫ বই নিষিদ্ধ করল ভারত টাঙ্গাইলে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে লন্ডনে ইউকে জমিয়তের আলোচনা সভা সুনামগঞ্জে শিক্ষার্থীদের সড়ক অবরোধ: বাসের লাইসেন্স ও ফিটনেস যাচাই মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিন ৫ দিনের রিমান্ডে নির্বাচনের মাধ্যমে চূড়ান্ত বিজয় অর্জিত হবে: গয়েশ্বর চন্দ্র রায় মানবাধিকার কমিশনের চুক্তি বাতিলের দাবিতে কুমিল্লা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি জমিয়তের ৫ আগস্টের বিজয় একক কোনো দলের পক্ষে সম্ভব ছিল না : তারেক রহমান গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে সিডনি ও মেলবোর্নে নানা আয়োজন

আস-সুন্নাহর ত্রাণ তহবিলে অনলাইনে ১২ দিনে ১৫ লাখ মানুষের অনুদান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এবারের বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় আস সুন্নাহ ফাউন্ডেশনে শুধু মোবাইল ব্যাংকিং ও ওয়েবসাইটের মাধ্যমেই ১৫ লাখের বেশি মানুষের অনুদান এসেছে বলে জানিয়েছেন সংগঠনটির চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ।

মাত্র ১২ দিনেই উক্ত অনুদান আস সুন্নাহর অ্যাকাউন্টে জমা হয় এবং এর বাইরে অনেকে সাধারণ ব্যাংকিং চ্যানেলে এবং নগদ অনুদান দিয়েছেন বলেও জানান তিনি।

সোমবার (২ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজের এক পোস্টে শায়খ আহমাদুল্লাহ এ কথা বলেন।

আস সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান বলেন, পথচলার শুরু থেকেই আমরা চেয়েছি, আস সুন্নাহ ফাউন্ডেশন গণ মানুষের প্রতিষ্ঠান হয়ে উঠুক। আল্লাহর শুকরিয়া যে, ধীরে ধীরে আস-সুন্নাহ ফাউন্ডেশন গণ মানুষের প্রতিষ্ঠান হয়ে উঠতে পেরেছে। দাতাদের এই বিশাল সংখ্যাই প্রমাণ করে, আস-সুন্নাহ ফাউন্ডেশনের মূল প্রাণশক্তি কারা।

আস সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান আরও জানান, এবারের বন্যায় সবচেয়ে বড় একক অনুদানের পরিমাণ ২০ লাখ ৫৬ হাজার টাকা। বন্যায় আমাদের মোট তহবিলের তুলনায় সংখ্যাটা খুবই ক্ষুদ্র। অর্থাৎ লক্ষ লক্ষ সাধারণ মানুষের ক্ষুদ্র ক্ষুদ্র সহযোগিতায় আমাদের অনেক বড় বন্যা তহবিল গঠিত হয়েছে।

শায়খ আহমাদুল্লাহ বলেন, গণ মানুষের প্রতিষ্ঠান হিসেবে আস-সুন্নাহ ফাউন্ডেশন আরো সামনের দিকে এগিয়ে যাক, আপনাদের ভালোবাসায় সিক্ত হোক, মহান রবের কাছে এটাই প্রার্থনা।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ