বৃহস্পতিবার, ০৭ আগস্ট ২০২৫ ।। ২৩ শ্রাবণ ১৪৩২ ।। ১৩ সফর ১৪৪৭

শিরোনাম :
মানবাধিকার কমিশনের চুক্তি বাতিলের দাবিতে খুলনা জেলা প্রশাসকের কাছে জমিয়তের স্মারকলিপি কাশ্মির নিয়ে লেখা ২৫ বই নিষিদ্ধ করল ভারত টাঙ্গাইলে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে লন্ডনে ইউকে জমিয়তের আলোচনা সভা সুনামগঞ্জে শিক্ষার্থীদের সড়ক অবরোধ: বাসের লাইসেন্স ও ফিটনেস যাচাই মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিন ৫ দিনের রিমান্ডে নির্বাচনের মাধ্যমে চূড়ান্ত বিজয় অর্জিত হবে: গয়েশ্বর চন্দ্র রায় মানবাধিকার কমিশনের চুক্তি বাতিলের দাবিতে কুমিল্লা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি জমিয়তের ৫ আগস্টের বিজয় একক কোনো দলের পক্ষে সম্ভব ছিল না : তারেক রহমান গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে সিডনি ও মেলবোর্নে নানা আয়োজন

উপহার নিয়ে বন্যার্তদের দুয়ারে উত্তরা বাইতুল মুমিন মাদরাসা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
উপহার নিয়ে বন্যার্তদের দুয়ারে উত্তরা বাইতুল মুমিন মাদরাসা

আরাফাত নুর : ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের জেলাগুলোতে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। দেশের ১১ জেলায় ভয়াবহ এই বন্যায় এখন পর্যন্ত অর্ধশত জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছেন ৫৬ লাখেরও বেশি মানুষ। এমতাবস্থায় বন্যার্তদের মাঝে উপহার পৌঁছে দিচ্ছেন উত্তরার দক্ষিণখানে অবস্থিত বাইতুল মুমিন মাদরাসা।

বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই উপহার বিতরণী নোয়াখালীর বেগমগঞ্জ থানার অন্তর্গত বেশ কয়েকটি ইউনিয়নে এখনো চলমান রয়েছে।

বাংলাদেশ খেলাফত যুব মজলিস  ঢাকা মহানগরের মজলিসে আমেলা সদস্য ও উত্তরা বাইতুল মুমিন মাদরাসা'র প্রিন্সিপাল মুফতি নেয়ামতুল্লাহ আমিন এই প্রসঙ্গে বলেন, প্রথমিক অবস্থায় প্রায় ৮০০ পরিবারের মাঝে ১৫ আইটেমের শুকনা খাবার, শিশুখাদ্য, ভারি খাবার ও প্রয়োজনীয় পোষাক ইত্যাদি বিতরণ করছি আমরা। বাইতুল মুমিন শিক্ষা পরিবারের পক্ষ থেকে পর্যায়ক্রমে আরও কয়েক ধাপে ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হবে।

তিনি বলেন, এখনো অনেক এলাকায় ত্রাণ পৌঁছেনি। যারা ত্রাণ বিতরণ করছেন, তাদের এই বিষয়ে সজাগ থাকা দরকার। স্থানীয় মানুষজনের সাথে আলোচনা করে যেসব যায়গায় ত্রাণ পৌঁছেনি, সেসব স্থানে ত্রাণ পৌঁছে দেওয়া জরুরি।

তিনি বলেন, মানুষ খুবই মানবেতর জীবনযাবন করছে। বন্যাকবলিত সেসব মানুষের দুঃখ দুর্দশা দেখলে অন্তর কেঁদে ওঠে।

জানা যায়, বাংলাদেশ খেলাফত যুব মজলিস এর তত্ত্বাবধানে ও উত্তরা বাইতুল মুমিন মাদরাসা'র সার্বিক সহযোগিতায় এই উপহার সামগ্রী আরও বেশ কিছুদিন চলমান থাকবে।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ