বৃহস্পতিবার, ০৭ আগস্ট ২০২৫ ।। ২৩ শ্রাবণ ১৪৩২ ।। ১৩ সফর ১৪৪৭

শিরোনাম :
মানবাধিকার কমিশনের চুক্তি বাতিলের দাবিতে খুলনা জেলা প্রশাসকের কাছে জমিয়তের স্মারকলিপি কাশ্মির নিয়ে লেখা ২৫ বই নিষিদ্ধ করল ভারত টাঙ্গাইলে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে লন্ডনে ইউকে জমিয়তের আলোচনা সভা সুনামগঞ্জে শিক্ষার্থীদের সড়ক অবরোধ: বাসের লাইসেন্স ও ফিটনেস যাচাই মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিন ৫ দিনের রিমান্ডে নির্বাচনের মাধ্যমে চূড়ান্ত বিজয় অর্জিত হবে: গয়েশ্বর চন্দ্র রায় মানবাধিকার কমিশনের চুক্তি বাতিলের দাবিতে কুমিল্লা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি জমিয়তের ৫ আগস্টের বিজয় একক কোনো দলের পক্ষে সম্ভব ছিল না : তারেক রহমান গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে সিডনি ও মেলবোর্নে নানা আয়োজন

বন্যার্তদের মাঝে হাদিয়া বিতরণের উদ্যোগ ‘খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি’র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশে স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লাসহ বেশ কয়েকটি অঞ্চলের মানুষ। ভারতের ছেড়ে দেওয়া পানির তীব্রতায় এই অঞ্চলের মানুষ গুলো অনাকাঙ্ক্ষিত ভাবে প্লাবিত হয়েছে। তার মধ্যে সব চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ফেনীর সোনাগাজী, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলার বসবাসরত মানুষ।

বন্যা কবলিত জেলাগুলোতে এখন পর্যন্ত ২৭ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছেন ৫৬ লাখেরও বেশি মানুষ।

জানা যায়, বন্যার্ত এসব এলাকায় খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশ এর আমীর আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর এর নেতৃত্বে ত্রাণ বিতরণ করা হবে। ত্রাণসামগ্রীতে থাকছে খাদ্য সামগ্রী, বস্ত্র সামগ্রী, নতুন কাপড়, ঔষধ ও ভারি খাবার।

এসময় উপস্থিত থাকবেন খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশ এর মুহতারাম আমীর আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর, যুগ্ম মহাসচিব মাওলানা উবাইদুল্লাহ কাসেমী, মাওলানা ইউনুস কাসেমী, মুফতি আবুল হাসান, মাওলানা হুসাইন আহমাদ ইসহাকী, মাওলানা নেয়ামতুল্লাহ সাহেব মুফতী সাইফুল ইসলামসহ প্রমুখ।

খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি জানায়, ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুরের মোট চারটি স্পটে কয়েক হাজার মানুষের মাঝে এই ত্রাণ বিতরণ করা হবে।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ