বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫ ।। ১৬ আশ্বিন ১৪৩২ ।। ১০ রবিউস সানি ১৪৪৭

শিরোনাম :
ভারতে ড. ইউনূসকে অসুররূপে উপস্থাপন অশোভন: ধর্ম উপদেষ্টা . বাংলাদেশ খেলাফত মজলিসের মিডিয়া সেলের বৈঠক  ড. ইউনুসের নেতৃত্বেই ফেব্রুয়ারিতে নির্বাচন হবে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান  খুলনা-৩ আসনে হাতপাখার প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির বৈঠক ইসলামি রাষ্ট্র দর্শনে জনগণকে উদ্বুদ্ধ করতে হবে: আজিজুল হক ইসলামাবাদী নেজামে ইসলাম পার্টির দাওয়াতি মাসের উদ্বোধন সিলেটে কওমি কনফারেন্স আগামীকাল আস-সুন্নাহর পুঁজিতে সেলুন ব্যবসায় সাবলম্বী হওয়া নওমুসলিম মুজাহিদের গল্প ইসলামী যুব আন্দোলনের দাওয়াতি মাস উদ্বোধন ফরিদাবাদ মাদরাসায় ২০১৯ ব্যাচের ছাত্রদের মিলনমেলা ৪ অক্টোবর

বন্যার্তদের মাঝে হাদিয়া বিতরণের উদ্যোগ ‘খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি’র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশে স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লাসহ বেশ কয়েকটি অঞ্চলের মানুষ। ভারতের ছেড়ে দেওয়া পানির তীব্রতায় এই অঞ্চলের মানুষ গুলো অনাকাঙ্ক্ষিত ভাবে প্লাবিত হয়েছে। তার মধ্যে সব চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ফেনীর সোনাগাজী, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলার বসবাসরত মানুষ।

বন্যা কবলিত জেলাগুলোতে এখন পর্যন্ত ২৭ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছেন ৫৬ লাখেরও বেশি মানুষ।

জানা যায়, বন্যার্ত এসব এলাকায় খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশ এর আমীর আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর এর নেতৃত্বে ত্রাণ বিতরণ করা হবে। ত্রাণসামগ্রীতে থাকছে খাদ্য সামগ্রী, বস্ত্র সামগ্রী, নতুন কাপড়, ঔষধ ও ভারি খাবার।

এসময় উপস্থিত থাকবেন খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশ এর মুহতারাম আমীর আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর, যুগ্ম মহাসচিব মাওলানা উবাইদুল্লাহ কাসেমী, মাওলানা ইউনুস কাসেমী, মুফতি আবুল হাসান, মাওলানা হুসাইন আহমাদ ইসহাকী, মাওলানা নেয়ামতুল্লাহ সাহেব মুফতী সাইফুল ইসলামসহ প্রমুখ।

খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি জানায়, ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুরের মোট চারটি স্পটে কয়েক হাজার মানুষের মাঝে এই ত্রাণ বিতরণ করা হবে।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ