বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫ ।। ৭ কার্তিক ১৪৩২ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
জীবন দিলেও যদি চরিত্র না বদলায় তাহলে ভাগ্যও বদলাবে না: শায়খে চরমোনাই শ্রীমঙ্গলে বেওয়ারিশ কুকুরের আতঙ্ক: এক ঘণ্টায় তিন শিশু আহত ‘দুঃখজনক হলো ইসলামি অঙ্গন থেকে শক্তিশালী মিডিয়া গড়ার উদ্যোক্তা আমরা পাইনি’ ২৪ এর লক্ষ্য ও উদ্দেশ্য এখন পর্যন্ত পূরণ হয়নি: সারজিস ইন্ডিয়ার এজেন্ট ইসকন সন্ত্রাসীদের বিরুদ্ধে দেশব্যাপী সামাজিক প্রতিরোধ গড়ে তুলুন ইবতেদায়ী শিক্ষকদের ন্যায্য দাবিতে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের জোরালো সমর্থন ভারতীয় আগ্রাসন নারী ও শিশু ধর্ষণের প্রতিবাদে সর্বস্তরের ছাত্র জনতার মানববন্ধন প্রলোভনের ফাঁদ: 'কেন আমাদের সন্তানরা এত সহজে ধরা দেয়? দেশ গড়ায় কেবল নেতা নয়, নীতিরও পরিবর্তন করতে হবে : মাসুদ সাঈদী ইমাম দম্পতিকে নির্যাতনের প্রতিবাদে দুর্গাপুরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

মক্কায় অসুস্থ হয়ে হাসপাতালের আইসিইউতে শাইখুল হাদিস মাওলানা জাফর আহমদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মালিবাগ জামিয়াসহ বেশ কিছু মাদরাসার শাইখুল হাদিস মাওলানা জাফর আহমদ হজের সফরে গিয়ে মক্কায় গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। তাঁকে মক্কার একটি হাসপাতালের আইসিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

রোববার (১ জুন) মাওলানা জাফর আহমদের ছেলে তাঁর সফরসঙ্গী মাওলানা কুতুব জাফরী এই তথ্য জানিয়েছেন। 

মাওলানা জাফর আহমদ কিছু দিন আগে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন। তিনি এবারও হজে যাবেন বলে আগেই সিদ্ধান্ত নিয়েছিলেন। এজন্য অসুস্থতা সত্ত্বেও হজের সফরে অনড় থাকেন। 

পারিবারিক সূত্রে জানা গেছে, সড়ক দুর্ঘটনার পর থেকে তিনি মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়েছেন। ঠিকমতো হাঁটতেও পারেন না। ডাক্তাররা এবছর হজে যেতে নিষেধ করেছিলেন। তবে কিন্তু মক্কা-মদিনার প্রতি তাঁর ইশক ও মহব্বত অকল্পনীয়।

তাঁর জীবনের একট গুরুত্বপূর্ণ আমল হলে বেশি বেশি হজ ও ওমরাহ করা। দুই যুগেরও বেশি সময় ধরে তিনি ধারাবাহিকভাবে হজ পালন করে আসছেন।

অসুস্থ থাকায় মাওলানা জাফর আহমদ বড় ছেলে মাওলানা কুতুব জাফরীকে সঙ্গে নিয়ে হজের সফরে চলে যান। হুইল চেয়ারে করে হজের আমল শুরু করেন। এরই মধ্যে অসুস্থতা আরও বেড়ে যাওয়াতে মক্কার একটি হসপিটালে নিয়ে যাওয়া হয়।

ডাক্তাররা অবস্থা গুরুতর দেখে তাঁকে আইসিইউতে ভর্তি করেন। 

মাওলানা জাফর আহমদের জন্য তাঁর পরিবার এবং ছাত্র-ভক্ত ও অনুরাগীদের পক্ষ থেকে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ