বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫ ।। ৭ কার্তিক ১৪৩২ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
জীবন দিলেও যদি চরিত্র না বদলায় তাহলে ভাগ্যও বদলাবে না: শায়খে চরমোনাই শ্রীমঙ্গলে বেওয়ারিশ কুকুরের আতঙ্ক: এক ঘণ্টায় তিন শিশু আহত ‘দুঃখজনক হলো ইসলামি অঙ্গন থেকে শক্তিশালী মিডিয়া গড়ার উদ্যোক্তা আমরা পাইনি’ ২৪ এর লক্ষ্য ও উদ্দেশ্য এখন পর্যন্ত পূরণ হয়নি: সারজিস ইন্ডিয়ার এজেন্ট ইসকন সন্ত্রাসীদের বিরুদ্ধে দেশব্যাপী সামাজিক প্রতিরোধ গড়ে তুলুন ইবতেদায়ী শিক্ষকদের ন্যায্য দাবিতে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের জোরালো সমর্থন ভারতীয় আগ্রাসন নারী ও শিশু ধর্ষণের প্রতিবাদে সর্বস্তরের ছাত্র জনতার মানববন্ধন প্রলোভনের ফাঁদ: 'কেন আমাদের সন্তানরা এত সহজে ধরা দেয়? দেশ গড়ায় কেবল নেতা নয়, নীতিরও পরিবর্তন করতে হবে : মাসুদ সাঈদী ইমাম দম্পতিকে নির্যাতনের প্রতিবাদে দুর্গাপুরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

অন্তর জুড়ায় তরমুজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| মুহাম্মদ মিজানুর রহমান ||

পানিতে টইটুম্বুর রসালো একটি ফল তরমুজ। অবিশ্বাস্য হলেও সত্যি গ্রীষ্মকালীন এই ফলটিতে পানির পরিমাণ শতকরা ৯২- ৯৫ ভাগ। লাল টুকটুকে, দৃষ্টিনন্দন ফলটি খেতেও সুস্বাদু। তাই ছেলে-বুড়ো সব বয়েসি মানুষের কাছেই তরমুজ দারূণ পছন্দের ফল। গ্রীষ্মের কাঠফাটা রোদে, হাঁসফাঁস করা গরমে এক ফালি তরমুজ কিংবা এক গ্লাস বরফ ঠান্ডা তরমুজের জুস আপনার মধ্যে নিমিষে নিয়ে আসবে নির্মল  সতেজতা ও প্রাণবন্ত অনুভূতি। সুখের বিষয় হচ্ছে সহজলভ্য ফলটি শুধু মুখরোচক নয় নানান পুষ্টিগুণেও সমৃদ্ধ!

রোধ করে পানিশূন্যতা

মানব দেহের জন্য পানি মূল্যবান একটি উপাদান। আর শরীরের পানির ঘাটতি পূরণে তরমুজ হচ্ছে আদর্শ একটি ফল। প্রখর রোদে আমাদের শরীর থেকে ঘামের মাধ্যমেও 
বেরিয়ে যায় প্রচুর পরিমাণে পানি। অথচ পানিই কোষে পুষ্টি প্রবেশের পথ করে দেয়। শরীরের এই পানিশূন্যতা রোধ করতে তরমুজের জুড়ি মেলা ভার!

তরমুজের পুষ্টিগুণ

তরমুজ শুধু মানুষের শরীরের জন্য অতিব প্রয়োজনীয় পানির আধার তা নয়, তরমুজ পুষ্টিরও আধার। পর্যাপ্ত পরিমাণে ভিটামিন এ, বি ও সি-এর পাশাপাশি তরমুজে আছে পটাসিয়াম, ম্যাগনেসিয়াম। আছে ক্যালোরি, কার্বোহাইড্রেট, আঁশ, চিনি ও প্রোটিন। বয়স বাড়লে মানুষের শক্তি হ্রাস পায়। তাই তরমুজের মতো মৌসুমী ফল বেশি বেশি খেলে শরীরের পুষ্টির চাহিদা পূরণ হবে এবং শক্তি বৃদ্ধি পাবে।

চোখের বন্ধু তরমুজ

চোখের সুস্থতার জন্য ক্যারোটিনয়েড অত্যাবশকীয় একটি উপাদান। আর এই উপাদানটিই তরমুজে প্রচুর পরিমাণে বিদ্যমান রয়েছে। তাই নিয়মিত তরমুজ খেলে চোখ ভালো থাকবে, প্রতিরোধ করা যাবে রাতকানার মতো অসুখও!

কিডনি সচল রাখতে

কিডনি সচল রাখার জন্য প্রত্যেক মানুষকে প্রয়োজন পরিমাণে পানি পান করতে হয়। আর তরমুজতো রীতিমতো ওয়াটার ব্যাংক। তরমুজ তাই কিডনি সচল রাখতেও দারূণ ভূমিকা রাখে।

আরও কিছু রোগ প্রতিরোধে

ওষুধ খেয়ে রোগ কমানোর চেয়ে সত্যিকারের স্বাস্থ্য সচেতন মানুষেরা রোগ প্রতিরোধের দিকেই বেশি মনোযোগ দেন। তরমুজের অ্যান্টি অক্সিডেন্ট শরীর থেকে দূষিত পদার্থ বের করে দিয়ে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। তরমুজে ক্যালোরির পরিমাণ কম থাকায় ওজন হ্রাস করে ও নিয়ন্ত্রণে রাখে। তাছাড়া ক্যালোরির পরিমাণ কম থাকায় তরমুজ ডায়াবেটিস রোগদের জন্যও দারুণ উপকারী। দীর্ঘমেয়াদী প্রদাহ কমিয়ে শরীরকে সুস্থ রাখতে তরমুজের ভূমিকা অনস্বীকার্য। এছাড়া তরমুজে বিদ্যমান ম্যাগনেসিয়াম, পটাসিয়াম উচ্চ রক্তচাপ নিযন্ত্রণেও রাখে কার্যকর ভূমিকা।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ