|| মুহাম্মদ মিজানুর রহমান ||
বর্তমান যুগে ফিতনা-ফ্যাসাদের ভিড়ে একজন মুসলমানের জন্য নিজ ঈমান ও আমল রক্ষা করা বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবিলায় প্রয়োজন আত্মশুদ্ধি ও আল্লাহমুখিতা অর্জনের পথ। আর সে পথেই সহায়ক হয় ইসলাহী মজলিস—যেখানে নসিহত, তাযকিয়া ও নেক মানুষের সোহবতের মাধ্যমে একজন মানুষ তার জীবন গুছিয়ে নিতে পারে আল্লাহর সন্তুষ্টির দিকে।
তিন বছরের বিরতির পর ঢাকার পল্লবীস্থ মারকাযুদ্দাওয়াহ আল ইসলামিয়া-তে জনসাধারণের জন্য আবারও শুরু হতে যাচ্ছে বহুল প্রত্যাশিত মাসিক মজলিস।
আগামী শনিবার, ৫ জুলাই ২০২৫, এ আয়োজন অনুষ্ঠিত হবে আছর থেকে এশা পর্যন্ত। অনুষ্ঠানের সূচিতে রয়েছে: আছর থেকে মাগরিব: কোরআন মশক ও তালিম, মাগরিব বাদ: মূল বয়ান
এই দ্বীনি সমাবেশে উপস্থিত থাকবেন দেশের দুই বরেণ্য আলেম মারকাযুদ্দাওয়াহ আল ইসলামিয়ার মুহতামিম, মুফতি আবুল হাসনাত আব্দুল্লাহ এবং মারকাযুদ্দাওয়াহর শিক্ষা সচিব ও জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব, মাওলানা আব্দুল মালেক ।
আয়োজকরা জানান, ঢাকার নাগরিকদের জন্য এটি নিঃসন্দেহে একটি নেয়ামতস্বরূপ আয়োজন, যা আত্মশুদ্ধি, ইলম ও আমলের জন্য বড় সুযোগ।
কীভাবে যাবেন:  পল্লবী বাসস্ট্যান্ড (মিরপুর ১২) অথবা পল্লবী মেট্রো স্টেশন এর পশ্চিম পাশে নেমে রিকশায় বা হেঁটে মাত্র ৫–১০ মিনিটে পৌঁছানো যাবে ঝিলপাড়ে অবস্থিত মারকাযুদ্দাওয়াহ মাদরাসা ভবনে।
আয়োজকরা সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন এই বরকতময় মজলিসে অংশগ্রহণ করে দ্বীনী তাজকিয়ায় শরিক হতে।
এসএকে/
                              
                          
                              
                          
                        
                              
                          