রবিবার, ২৭ এপ্রিল ২০২৫ ।। ১৪ বৈশাখ ১৪৩২ ।। ২৯ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
‘পাকিস্তানের পক্ষে ২ কোটি শিখ’, ভারতকে হুঁশিয়ারি খালিস্তানি নেতার জামায়াতের সাথে চীনা কমিউনিস্ট পার্টির প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হজসেবায় অত্যাধুনিক মোবাইল অ্যাপ ‘লাব্বাইক’ চালু হচ্ছে সোমবার  নারীবিষয়ক সংস্কার কমিশন তসলিমা নাসরিনের দোসর : আমিরে মজলিস দাওরায়ে হাদিস পাসে চাকরি দিচ্ছে বোনাফাইড টেক্সটাইল ইসলামি দলগুলোর নির্বাহী কমিটি গঠন প্রক্রিয়ায় পরিবর্তন আনা দরকার সংস্কার ছাড়া গ্রহণযোগ্য নির্বাচন হবে না : খেলাফত আন্দোলন ‘ইসলামি দলগুলোর মধ্যে বোঝাপড়ার যে সূচনা হয়েছে তা ধরে রাখতে হবে’ ‘ইসলামীবিরোধী নারী কমিশন বাতিল করতে হবে’ হজের চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে সময়ের আলোর আয়োজনে গোলটেবিল

বিশ্ব ইজতেমা ময়দানে ৪২ দেশের মেহমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আগামীকাল (৩১ জানুয়ারি) ফজরের নামাজের মাধ্যমে শুরু হতে যাচ্ছে মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জমায়েত বিশ্ব ইজতেমা। ইতিমধ্যে ৪২ দেশের মোট ৮৫০ জন বিদেশি মেহমান ইজতেমা ময়দানে এসে পৌঁছেছেন।

সরকারি গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী,  বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিকেল ৩টা পর্যন্ত ৪২টি দেশের ৮৫০ জন বিদেশি মেহমান ইজতেমা ময়দানের বিভিন্ন খিত্তায় পৌঁছেছেন। বুধবার রাত ৮টা পর্যন্ত বিশ্বের ৩৬টি দেশের ৭০১ জন বিদেশি মেহমান ইজতেমায় উপস্থিত ছিলেন এবং আজ বিকেল ৩টা পর্যন্ত সেই সংখ্যা ৮৫০ জনে দাঁড়িয়েছে।

এই ৪২ দেশের মধ্যে উল্লেখযোগ্য দেশগুলো হলো আফগানিস্তান, অস্ট্রেলিয়া, কানাডা, ইথিওপিয়া, ভারত, সৌদিআরব, ইয়েমেন, কিরগিস্তান, দক্ষিণ আফ্রিকা, থাইল্যান্ড, পাকিস্তান, ফ্রান্স, জাপান, মালয়েশিয়া, যুক্তরাজ্য, আলজেরিয়া, মিশর, সিঙ্গাপুর এবং জর্ডান।

বিশ্ব ইজতেমায় বিদেশি মেহমানদের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিদেশি মেহমানদের খিত্তাগুলোর আশপাশে শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে, যাতে তাদের নিরাপত্তা নিশ্চিত করা যায়। পুলিশ, র‌্যাবসহ অন্যান্য নিরাপত্তা বাহিনী বিদেশি মেহমানদের খিত্তার পাশে উপ-নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করেছে। এছাড়া, বিদেশি মেহমানদের থাকা, খাওয়া, যাতায়াত এবং ভ্রমণের ওপর নজরদারি আরও বাড়ানো হয়েছে।

বিশ্ব ইজতেমা প্রতিবারই মুসলিম বিশ্ব থেকে বিভিন্ন দেশ থেকে হাজারো ধর্মপ্রাণ মুসলমানের অংশগ্রহণকে আকর্ষণ করে, এবং এবারের আয়োজনে বিদেশি মেহমানদের উপস্থিতি ইজতেমার বৈশ্বিক গুরুত্বকে আরও বাড়িয়েছে।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ