শনিবার, ০৩ জানুয়ারি ২০২৬ ।। ১৯ পৌষ ১৪৩২ ।। ১৪ রজব ১৪৪৭

শিরোনাম :
জামায়াত নেতা হামিদুর রহমান আযাদের মনোনয়নপত্র বাতিল আজ ঢাকার ২০ আসনের মনোনয়নপত্র বাছাই ও সিদ্ধান্ত খালেদা জিয়ার মৃত্যুতে কাতারের আমিরের শোক খুতবার প্রস্তুতিকালে মিম্বরেই ইমামের মৃত্যু বিশিষ্ট বক্তা কামরুল ইসলাম সাঈদ আনসারীর মনোনয়নপত্র বাতিল গুলশান আজাদ মসজিদে মায়ের দোয়া মাহফিলে তারেক রহমান নির্বাচনে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে: সালাহউদ্দিন আহমদ আল্লাহ স্বাক্ষী, ১৪ মাসে এক কাপ চায়ের টাকাও দুর্নীতি করিনি: হাসনাত ‘ইসলামী ছাত্র আন্দোলনকে সাহাবাদের চরিত্র দৃঢ়ভাবে ধারণ করতে হবে’ ৭২ বছর ইমামতি, ‘শেষ খুতবা’র পর আবেগঘন বিদায় নিলেন মাওলানা আবদুল হক

এক বছরের মধ্যে সেশনজট মুক্ত হবে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. শামছুল আলম বলেছেন, সব ঠিকঠাক থাকলে আগামী এক বছরের মধ্যেই সেশনজট মুক্ত হবে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়। এজন্য বিভিন্ন বর্ষের বকেয়া পরীক্ষাগুলো খুব অল্প সময়ের মধ্যেই নেওয়া হবে এবং ফলাফলও দ্রুত সময়ের মধ্যে প্রকাশ করা হবে।

রোববার (১৬ মার্চ) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে আয়োজিত অধিভুক্ত মাদরাসাসমূহের আটটি ব্যাচের মূল সনদ বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলীর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ শহীদুল ইসলাম, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ আবু জাফর খান, ট্রেজারার এ. এস. এম. মামুনুর রহমান খলিলী, কামিল (স্নাতকোত্তর) শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ‘ডিন’ অধ্যাপক ড. মোহাম্মদ অলী উল্যাহ, কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্রের ‘ডিন’ অধ্যাপক ড. মুহাম্মদ শাযাআত উল্লাহ ফারুকী, রেজিস্ট্রার আইউব হোসেন বক্তৃতা করেন। 

এসময় অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক মোছাব্বির মোহাম্মদ মুছাসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ফাজিল (স্নাতক) অনার্স-২০১৯, ২০২০ ও ২০২১, কামিল (স্নাতকোত্তর) মাস্টার্স-২০১৮, ২০১৯, ২০২০ ও ২০২১ এবং কামিল (স্নাতকোত্তর) ২ বছর মেয়াদী-২০১৮ এ উত্তীর্ণ শিক্ষার্থীদের মূল সনদ ও নম্বরপত্র বিতরণ করা হচ্ছে। সংশ্লিষ্ট মাদরাসার অধ্যক্ষদের যথা সময়ে মূল সনদ ও নম্বরপত্র গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ