বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫ ।। ৭ কার্তিক ১৪৩২ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
২৪ এর লক্ষ্য ও উদ্দেশ্য এখন পর্যন্ত পূরণ হয়নি: সারজিস ইন্ডিয়ার এজেন্ট ইসকন সন্ত্রাসীদের বিরুদ্ধে দেশব্যাপী সামাজিক প্রতিরোধ গড়ে তুলুন ইবতেদায়ী শিক্ষকদের ন্যায্য দাবিতে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের জোরালো সমর্থন ভারতীয় আগ্রাসন নারী ও শিশু ধর্ষণের প্রতিবাদে সর্বস্তরের ছাত্র জনতার মানববন্ধন প্রলোভনের ফাঁদ: 'কেন আমাদের সন্তানরা এত সহজে ধরা দেয়? দেশ গড়ায় কেবল নেতা নয়, নীতিরও পরিবর্তন করতে হবে : মাসুদ সাঈদী ইমাম দম্পতিকে নির্যাতনের প্রতিবাদে দুর্গাপুরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত জনগণকে ইসলামি বিপ্লব থেকে দূরে সরাতে চায় ইসরায়েল-যুক্তরাষ্ট্র হাসিনার বিচার না হলে জুলাই শহীদদের ওপর অবিচার হবে: অ্যাটর্নি জেনারেল নির্বাচনের দিনই গণভোটে অটল বিএনপি: ড. মঈন খান

গুমের শিকার খতিবকে পঞ্চগড়ে শিকলবন্দি অবস্থায় উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গাজীপুরের টঙ্গীর বিটিসিএল জামে মসজিদের খতিব ও পেশ ইমাম মুফতি মুহিব্বুল্লাহ মাদানী নিখোঁজ হওয়ার একদিন পর পঞ্চগড়ে শিকলবন্দি অবস্থায় উদ্ধার হয়েছেন।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে পঞ্চগড় শহরের হেলিপ্যাড বাজার এলাকায় একটি গাছের সঙ্গে শিকল দিয়ে বাঁধা অবস্থায় তাঁকে স্থানীয়রা দেখতে পান। খবর পেয়ে পুলিশ তাঁকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন অবস্থায় আছেন, তবে তাঁর জ্ঞান এখনো ফেরেনি বলে চিকিৎসকরা জানিয়েছেন।

মুফতি মুহিব্বুল্লাহর বড় ছেলে মাওলানা আব্দুল্লাহ বিষয়টি  নিশ্চিত করে বলেন, ‘আজ (বৃহস্পতিবার) সকালে পঞ্চগড় থানার ওসি আমার ছোট ভাইয়ের ফোনে কল দিয়ে বাবাকে পাওয়ার খবর দেন।”

এর আগে বুধবার সকাল থেকে মুফতি মুহিব্বুল্লাহর খোঁজ পাওয়া যাচ্ছিল না। টঙ্গী টিএন্ডটি এলাকার স্থানীয়রা জানান, তিনি জুমার নামাজের এক খুতবায় ইসকন সংগঠন সম্পর্কে বক্তব্য দেওয়ার পর থেকেই একাধিক হুমকি চিঠি পান। এরপর বুধবার সকাল থেকে তাঁর সঙ্গে পরিবারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

টঙ্গী পূর্ব থানার ওসি মো. ওয়াহিদুজ্জামান জানান, “নিখোঁজের বিষয়ে অভিযোগ পাওয়ার পর আমরা মোবাইল ট্র্যাকিংয়ের চেষ্টা চালাচ্ছিলাম। পরে খবর পাই তিনি পঞ্চগড়ে উদ্ধার হয়েছেন। ঘটনাটি তদন্তাধীন।”

এদিকে, এ ঘটনার পর এলাকাজুড়ে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় ধর্মপ্রাণ মানুষ তাঁর দ্রুত সুস্থতা কামনা করছেন এবং ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ