বুধবার, ০৭ জানুয়ারি ২০২৬ ।। ২৩ পৌষ ১৪৩২ ।। ১৮ রজব ১৪৪৭

শিরোনাম :
পাক সেনাবাহিনীকে দায়িত্বশীল ও পরিমিত ভাষা ব্যবহারের আহ্বান জানাল আফগানিস্তান ইত্তিহাদুল উলামা বাড্ডার উদ্যোগে ঐতিহাসিক সীরাত মাহফিল ৯ জানুয়ারি আফগানিস্তানের সৌরবিদ্যুৎ প্রকল্পে বিনিয়োগে আগ্রহ তুর্কি কোম্পানিগুলোর  শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের খতমে বুখারী ও দোয়া মাহফিল ১২ জানুয়ারি শীতে কেন উপকারী খেজুর গুড় জকসু নির্বাচনে চার কেন্দ্রের শীর্ষ তিন পদে এগিয়ে শিবির জেলা দায়িত্বশীলদের প্রতি জমিয়তের একগুচ্ছ নির্দেশনা ‘জামায়াত আমিরের বক্তব্য অজ্ঞতার শামিল, তওবা করা উচিত’ গণভোটের প্রচারে যুক্ত করা হচ্ছে ইমামসহ অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানকে  বাংলাদেশি সন্দেহে ভারতে ৮ মুসলিমকে মারধর

কুমিল্লায় মসজিদের সিঁড়িঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কুমিল্লার দেবিদ্বারে মসজিদের মিনারের সিঁড়ি ঘরে গলায় ফাঁস দেওয়া অবস্থায় বশির (৩০) নামে এক প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১২ অক্টোবর) বেলা সোয়া ২টায় নারায়নপুর মধ্যপাড়া স্থানীয় জামে মসজিদের ঈমাম মাওলানা ওয়ালিউল্লাহ মসজিদের মাইক ঠিক করতে সিড়ি বেয়ে উপরে উঠার সময় চালার সাথে ঝুলন্ত লাশ দেখতে পান।

নিহত যুবক বশির (৩০) উপজেলার ৪নং সুবিল ইউনিয়নের নারায়নপুর গ্রামের (মধ্যপাড়ার) মৃত রানার আব্দুল হাকিমের ছেলে। 
স্থানীয়রা জানান, বশির ওমান প্রবাসী, প্রায় ৩ মাস পূর্বে ছুটি কাটাতে দেশে আসেন। পরিবারে তার অসুস্থ মা রোকেয়া বেগম(৭০), স্ত্রী মিতু বেগম(২০), এবং আড়াই বছরের একটি পুত্র সন্তান ওবায়দুল্লাহ রয়েছে। 

ওয়াহেদপুর গ্রামের ডেকোরেটর ব্যবসায়ী আলী জগর জানান, দুপুর অনুমান ১২টার সময় তিনি বশিরকে মসজিদের সামনে ঘুরাঘুরি করতে দেখেন।

নারায়নপুর মধ্যপাড়া স্থানীয় জামে মসজিদের ঈমাম মাওলানা ওয়ালিউল্লাহ জানান, দুপুর সোয়া ১২টায় জোহরের নামাজ পড়তে মসজিদের তালা খুলেন, আজান এবং নামাজ শেষে মাইকের সমস্যা দেখার জন্য উপরে উঠার পর সিড়িকোটার চালার সাথে ঝুলন্ত ওই প্রবাসীর মরদেহ দেখতে পেয়ে সাথে সাথে পরিবারের সদস্যদের খবর দেন। 

সংবাদ পেয়ে দেবিদ্বার-বি-পাড়ার সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. শাহীন, দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. মাঈনুদ্দীন’র নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করেন। 

এ ব্যাপারে দেবিদ্বার-বি-পাড়ার সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. শাহীন ইত্তেফাককে জানান, অপমৃত্যু  মামলা দায়ের করে ময়নাতদন্তের জন্য লাশ কুমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আত্মহত্যার কারন জানতে সময় লাগবে। তবে পারিবারিক সমস্যাজনিত কারনে আত্মহত্যা করতে পারে বলে ধারনা করা হচ্ছে। 

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ