বুধবার, ০৭ জানুয়ারি ২০২৬ ।। ২৩ পৌষ ১৪৩২ ।। ১৮ রজব ১৪৪৭

শিরোনাম :
পাক সেনাবাহিনীকে দায়িত্বশীল ও পরিমিত ভাষা ব্যবহারের আহ্বান জানাল আফগানিস্তান ইত্তিহাদুল উলামা বাড্ডার উদ্যোগে ঐতিহাসিক সীরাত মাহফিল ৯ জানুয়ারি আফগানিস্তানের সৌরবিদ্যুৎ প্রকল্পে বিনিয়োগে আগ্রহ তুর্কি কোম্পানিগুলোর  শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের খতমে বুখারী ও দোয়া মাহফিল ১২ জানুয়ারি শীতে কেন উপকারী খেজুর গুড় জকসু নির্বাচনে চার কেন্দ্রের শীর্ষ তিন পদে এগিয়ে শিবির জেলা দায়িত্বশীলদের প্রতি জমিয়তের একগুচ্ছ নির্দেশনা ‘জামায়াত আমিরের বক্তব্য অজ্ঞতার শামিল, তওবা করা উচিত’ গণভোটের প্রচারে যুক্ত করা হচ্ছে ইমামসহ অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানকে  বাংলাদেশি সন্দেহে ভারতে ৮ মুসলিমকে মারধর

বাগেরহাটে খোঁজ মিলছে না দুই মাদরাসা ছাত্রের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ফাসিয়াতালা জামাল উদ্দিন হাফেজিয়া মাদরাসার দুই ছাত্র নিখোঁজ হয়েছে। গত বৃহস্পতিবার (৯ অক্টোবর) সন্ধ্যার দিকে ভারী বৃষ্টির মধ্যে তারা নিখোঁজ হয় বলে জানা গেছে।

নিখোঁজ ছাত্ররা হলো— উপজেলার ফাঁসিয়াতলা গ্রামের মামুদ হোসেনের ছেলে নাসিম মাহমুদ সিয়াম (১৫) ও একই গ্রামের শহীদুল ইসলামের ছেলে মো. রিফাত (১৬)।

মাদরাসার সুপার মো. মোস্তাফিজুর রহমান জানান, দুজনই একই গ্রামের বাসিন্দা ও সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই। তারা জামাল উদ্দিন হাফেজিয়া মাদরাসার ছাত্র এবং ইতোমধ্যে কোরআনের ১৭-১৮ পারা মুখস্থ করেছে।

মাদরাসা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় ভারী বৃষ্টির সময় বাইরে বেরিয়ে তারা নিখোঁজ হয়। এরপর থেকে পরিবার ও মাদরাসা কর্তৃপক্ষ এলাকায় বিভিন্ন স্থানে খোঁজ করছেন, কিন্তু এখনও তাদের সন্ধান মেলেনি।

মাদরাসার সুপার মো. মোস্তাফিজুর রহমান জানান, দুজনই ভালো ছাত্র ছিল। ঘটনার পর থেকে আমরা ও এলাকাবাসীর সহায়তায় খোঁজ চালাচ্ছি।

থানা পুলিশকে অবহিত করার ব্যাপারে জানতে চাইলে মাদরাসার সুপার জানান, আজ সন্ধ্যায় পরিচালনা পরিষদের সভা শেষে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

মোরেলগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতলুবর রহমান জানান, মাদরাসা ছাত্র নিখোঁজ এর ব্যাপারে থানা পুলিশকে কেউ অবহিত করেনি

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ