শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ।। ৪ আশ্বিন ১৪৩২ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বকেয়া বেতনের দাবিতে ভালুকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ শিশু-কিশোর সংগঠন 'অংকুর' এর সীরাতুন্নবী সা. কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে নির্বাচন চাই - খুলনা ইসলামী আন্দোলন  কাতারের মধ্যস্থতায় আফগানিস্তানে কারাবন্দি ব্রিটিশ দম্পতির মুক্তি মাদকের বিরুদ্ধে মুরাদনগরে ওলামা পরিষদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পাকিস্তানে পৃথক বিস্ফোরণে নিহত অন্তত ১১ ইসলামি বইমেলা পরিদর্শনে জাতীয় মসজিদের খতিব প্রাথমিকে গানের নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে: শায়খে চরমোনাই পীর সাহেব চরমোনাইয়ের সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ‘মিট আপ’ আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি আবারও নিয়ন্ত্রণে নিতে চায় যুক্তরাষ্ট্র

বন্দর ধামগড় ইউনিয়নে এমপি প্রার্থী সিরাজুল মামুনের নির্বাচনী প্রস্তুতি সমাবেশ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসনে খেলাফত মজলিস মনোনীত সম্ভাব্য এমপি প্রার্থী এবিএম সিরাজুল মামুনকে বিজয়ী করতে বন্দর থানার ধামগড় ইউনিয়ন শাখা এক নির্বাচনী প্রস্তুতি সমাবেশের আয়োজন করেছে। আজ (শুক্রবার) বিকালে ধামগড় ইস্পাহানী বাজারে ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশের সভাপতিত্ব করেন খেলাফত মজলিসের ধামগড় ইউনিয়ন সভাপতি মাওলানা আল-আমীন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি প্রার্থী এবিএম সিরাজুল মামুন।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের মহানগর সভাপতি হাফেজ কবির হোসেন, সহ-সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ খান, উলামা সম্পাদক মুফতী নুর হুসাইন নূরানী, বন্দর থানা পূর্ব শাখা সভাপতি মুফতী আবুল কাসেম, সাধারণ সম্পাদক মাওলানা মাজহারুল ইসলাম ভূঁইয়া, পশ্চিম থানা শাখা সভাপতি মাওলানা ফরিদুজ্জামান, ধামগড় ইউনিয়ন সহ-সভাপতি মাওলানা রফিকুল ইসলাম কাসেমী, সাধারণ সম্পাদক মুফতী আবু হানিফসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এমপি প্রার্থী এবিএম সিরাজুল মামুন তার বক্তব্যে বলেন, "আমরা দেশ ও জাতির জন্য ইনসাফভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই। খেলাফত মজলিসের মাধ্যমে আমরা দেশের শাসন ব্যবস্থা ইসলামী আদর্শের ভিত্তিতে সাজাতে চাই, যেখানে জনগণের কল্যাণ হবে সবার আগে।"

তিনি আরও বলেন, "আমরা বাংলাদেশের জনগণকে ধর্মনিরপেক্ষতা বা দুঃশাসনের স্বপ্ন দেখাব না, বরং ইসলামী শাসন ব্যবস্থা ও কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করার মাধ্যমে দেশকে সঠিক পথে পরিচালিত করবো।"

সমাবেশে উপস্থিত নেতৃবৃন্দ আগামী নির্বাচনে সিরাজুল মামুনকে নির্বাচিত করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং তাদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে নির্বাচনে বিজয়ের অঙ্গীকার ব্যক্ত করেন।

সমাবেশ শেষে নেতাকর্মীরা শোভাযাত্রা করে সমাবেশস্থল ত্যাগ করেন।

এটি ছিল সিরাজুল মামুনের নির্বাচনী প্রচারণার আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা তার পক্ষে ব্যাপক সমর্থন তৈরিতে ভূমিকা রাখবে।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ