আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসনে খেলাফত মজলিস মনোনীত সম্ভাব্য এমপি প্রার্থী এবিএম সিরাজুল মামুনকে বিজয়ী করতে বন্দর থানার ধামগড় ইউনিয়ন শাখা এক নির্বাচনী প্রস্তুতি সমাবেশের আয়োজন করেছে। আজ (শুক্রবার) বিকালে ধামগড় ইস্পাহানী বাজারে ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশের সভাপতিত্ব করেন খেলাফত মজলিসের ধামগড় ইউনিয়ন সভাপতি মাওলানা আল-আমীন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি প্রার্থী এবিএম সিরাজুল মামুন।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের মহানগর সভাপতি হাফেজ কবির হোসেন, সহ-সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ খান, উলামা সম্পাদক মুফতী নুর হুসাইন নূরানী, বন্দর থানা পূর্ব শাখা সভাপতি মুফতী আবুল কাসেম, সাধারণ সম্পাদক মাওলানা মাজহারুল ইসলাম ভূঁইয়া, পশ্চিম থানা শাখা সভাপতি মাওলানা ফরিদুজ্জামান, ধামগড় ইউনিয়ন সহ-সভাপতি মাওলানা রফিকুল ইসলাম কাসেমী, সাধারণ সম্পাদক মুফতী আবু হানিফসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এমপি প্রার্থী এবিএম সিরাজুল মামুন তার বক্তব্যে বলেন, "আমরা দেশ ও জাতির জন্য ইনসাফভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই। খেলাফত মজলিসের মাধ্যমে আমরা দেশের শাসন ব্যবস্থা ইসলামী আদর্শের ভিত্তিতে সাজাতে চাই, যেখানে জনগণের কল্যাণ হবে সবার আগে।"
তিনি আরও বলেন, "আমরা বাংলাদেশের জনগণকে ধর্মনিরপেক্ষতা বা দুঃশাসনের স্বপ্ন দেখাব না, বরং ইসলামী শাসন ব্যবস্থা ও কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করার মাধ্যমে দেশকে সঠিক পথে পরিচালিত করবো।"
সমাবেশে উপস্থিত নেতৃবৃন্দ আগামী নির্বাচনে সিরাজুল মামুনকে নির্বাচিত করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং তাদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে নির্বাচনে বিজয়ের অঙ্গীকার ব্যক্ত করেন।
সমাবেশ শেষে নেতাকর্মীরা শোভাযাত্রা করে সমাবেশস্থল ত্যাগ করেন।
এটি ছিল সিরাজুল মামুনের নির্বাচনী প্রচারণার আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা তার পক্ষে ব্যাপক সমর্থন তৈরিতে ভূমিকা রাখবে।
এসএকে/