গাজী তাওহীদ বিন মুমতাজ (যশোর জেলা প্রতিনিধ)
ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের উদ্যোগে পরিচালিত মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি–২০২৫ এর অংশ হিসাবে আজ সকালে যশোরের ঐতিহ্যবাহী সরকারী এম এম কলেজে বৃক্ষরোপণ করা হয় ।
বৃক্ষরোপণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এম এম কলেজের অধ্যক্ষ ডক্টর মিজানুর রহমান, যশোর পাদুকা মালিক সমিতির সভাপতি , সামাজিক ব্যক্তিত্ব আলহাজ্ব মফিদুল হক রাজু, প্রেসক্লাব যশোরের সিনিয়র সহ-সভাপতি , সামাজিক ব্যক্তিত্ব মুহাম্মদ নুরুল ইসলাম, ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশন এর চেয়ারম্যান, দারুল আরকাম মাদরাসা যশোরের নায়েবে মুহতামিম মুফতী উবায়দুল্লাহ শাকির, এম এম কলেজের অধ্যাপক ফজলুর রহমান , অধ্যাপক মুকুল হায়দার, মুফতী ইয়াসিন আরাফাত, মাওলানা কামরুজ্জামান, ইউসুফ আদনান, মাসুদ রানা, ওয়াসিম আকরাম,আফসার আহমাদ প্রমূখ । ফাউন্ডেশনের চেয়ারম্যান বলেন, “বৃক্ষরোপণ অন্যতম সদকায়ে জারিয়া। তাই সমাজ ও মানবতার কল্যাণে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। তিনি আরো জানান, ফাউন্ডেশনের পক্ষ থেকে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচিতে বিভিন্ন প্রতিষ্ঠানে প্রায় তিনশত ফলজ ও ঔষধী গাছ রোপন করা হয়েছে। তিনি আরো বলেন, ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশন এর পক্ষ থেকে ইতিমধ্যে ইফাদাতুল উম্মাহ ব্লাড ব্যাংক, দোস্ত অসহায় পরিবারের জন্য ঈদ হাদিয়া বিতরণ সহ বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।
এমএইচ/