শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ।। ৪ আশ্বিন ১৪৩২ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বকেয়া বেতনের দাবিতে ভালুকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ শিশু-কিশোর সংগঠন 'অংকুর' এর সীরাতুন্নবী সা. কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে নির্বাচন চাই - খুলনা ইসলামী আন্দোলন  কাতারের মধ্যস্থতায় আফগানিস্তানে কারাবন্দি ব্রিটিশ দম্পতির মুক্তি মাদকের বিরুদ্ধে মুরাদনগরে ওলামা পরিষদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পাকিস্তানে পৃথক বিস্ফোরণে নিহত অন্তত ১১ ইসলামি বইমেলা পরিদর্শনে জাতীয় মসজিদের খতিব প্রাথমিকে গানের নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে: শায়খে চরমোনাই পীর সাহেব চরমোনাইয়ের সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ‘মিট আপ’ আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি আবারও নিয়ন্ত্রণে নিতে চায় যুক্তরাষ্ট্র

বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৪ মাসের বকেয়া বেতনের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন প্রিমিয়ার স্টিল অ্যান্ড রি রোলিং মিলের শ্রমিকরা। অবরোধের কারণে মহাসড়কের উভয় পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যানজটের সৃষ্টি হয়।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর ২টা থেকে আড়াইটা পর্যন্ত ঢাকা-সিলেট মহাসড়কের আড়িয়াব এলাকায় সড়কে বিদ্যুতের খুঁটি ফেলে অবরোধ কর্মসূচিতে অংশ নেন কয়েক শ শ্রমিক। মালিকপক্ষ দুই দিনের ভেতর বকেয়া পরিশোধের প্রতিশ্রুতি দিলে আধাঘণ্টা পর অবরোধ প্রত্যাহার করা হয়।

পুলিশ ও কারখানার শ্রমিকরা জানান, কারখানাটিতে প্রায় ২৫০ জন শ্রমিক কাজ করেন। তাঁদের চার মাসের বেতন বকেয়া রয়েছে। সেপ্টেম্বর মাসে বকেয়া বেতন চাইলে কর্তৃপক্ষ টালবাহানা শুরু করে। 

মঙ্গলবার দুপুরে কারখানায় এসে শ্রমিকরা তাদের বকেয়া বেতনের জন্য মহাসড়ক অবরোধ করে আন্দোলন শুরু করেন।

এ সময় উত্তেজিত শ্রমিকরা লাঠিসোঁটা ও ইটপাটকেল নিয়ে ঢাকা-সিলেট মহাসড়কে অবস্থান নেন। খবর পেয়ে পুলিশ এসে মালিকপক্ষের সাথে কথা বলেন। মালিকপক্ষ আগামী দুই দিন পর ১১ সেপ্টেম্বর বেতন-ভাতা পরিশোধের আশ্বাস দিলে আন্দোলনকারীরা তাদের অবরোধ কর্মসূচি তুলে নেন। দুপুর আড়াইটার দিকে পরিস্থিতি স্বাভাবিক হলে মহাসড়কে যানবাহন চলাচল শুরু হয়।
এ বিষয়ে প্রিমিয়ার স্টিল মিলস লিমিটেড কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি।

ভুলতা হাইওয়ে পুলিশ পরিদর্শক মুফাখখির উদ্দিন বলেন, প্রিমিয়ার স্টিল মিলস নামক একটি কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে দুপুর ২টার দিকে বিদ্যুতের খুঁটি ফেলে মহাসড়ক অবরোধ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মালিকপক্ষের সাথে কথা বলে। মালিকপক্ষ দুই দিনের ভেতর বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দেন। পরে আড়াইটার দিকে শ্রমিকরা অবরোধ কর্মসূচি উঠিয়ে নেন।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ