যুবায়ের হাসান
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ এবং সংগীত শিক্ষক নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে ইত্তেফাকুল উলামা। সংগঠনটির আমির মাওলানা খালেদ সাইফুল্লাহ সাদি বলেছেন, “সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে। সংগীত শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত বাতিল করতে হবে। অন্যথায় দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।”
আজ মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) দুপুর ২টায় ময়মনসিংহ টাউন চত্বরে ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে তিনি এ বক্তব্য দেন।
মাওলানা খালেদ সাইফুল্লাহ সাদি আরও বলেন, “আমরা গভীরভাবে লক্ষ্য করছি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আচরণে ফ্যাসিবাদের পদধ্বনি শোনা যাচ্ছে। এই আচরণ অব্যাহত থাকলে পতন অনিবার্য। এখনো সময় আছে—গণমানুষের চিন্তা মাথায় নিয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত।”
সমাবেশে ইত্তেফাকুল উলামার অন্যান্য নেতারাও বক্তব্য রাখেন।
উল্লেখ্য, টাউন হল চত্বরের সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল জেলা প্রশাসকের কার্যালয় ও ময়মনসিংহ সিটি করপোরেশন অফিসে গিয়ে স্মারকলিপি প্রদান করে শেষ হয়।
এমএইচ/